নওগাঁ প্রতিনিধি
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় আবারও শীত জেঁকে বসছে উত্তরের জেলা নওগাঁয়। সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে ছিল নওগাঁর পথঘাট। কুয়াশার কারণে সড়কে বাস, ট্রাক, পিকআপ, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন আলো জ্বালিয়ে চলতে দেখা গেছে।
আজ বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার বদলগাছি আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ ডিগ্রি সেলসিয়াস।
নওগাঁর বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, ‘আজকে বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। জেলাজুড়ে ঠান্ডা বাতাস বইছে। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে।’
এদিকে গত কয়েক দিনে কুয়াশা আর ঠান্ডার প্রভাব কিছুটা কমে গেলেও সকাল থেকে আবারও ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। শীতের তীব্রতা উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজের সন্ধানে বের হয়েছেন শ্রমিকেরা।
এ ছাড়া তীব্র শীতে জেলায় ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি।
নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, ‘ঠান্ডাজনিত কারণে হাসপাতালে বৃদ্ধ ও শিশু রোগীদের চাপ বেড়েছে। একই সঙ্গে হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া রোগীর চাপও বেড়েছে।’
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় আবারও শীত জেঁকে বসছে উত্তরের জেলা নওগাঁয়। সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে ছিল নওগাঁর পথঘাট। কুয়াশার কারণে সড়কে বাস, ট্রাক, পিকআপ, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন আলো জ্বালিয়ে চলতে দেখা গেছে।
আজ বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার বদলগাছি আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ ডিগ্রি সেলসিয়াস।
নওগাঁর বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, ‘আজকে বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। জেলাজুড়ে ঠান্ডা বাতাস বইছে। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে।’
এদিকে গত কয়েক দিনে কুয়াশা আর ঠান্ডার প্রভাব কিছুটা কমে গেলেও সকাল থেকে আবারও ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। শীতের তীব্রতা উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজের সন্ধানে বের হয়েছেন শ্রমিকেরা।
এ ছাড়া তীব্র শীতে জেলায় ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি।
নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, ‘ঠান্ডাজনিত কারণে হাসপাতালে বৃদ্ধ ও শিশু রোগীদের চাপ বেড়েছে। একই সঙ্গে হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া রোগীর চাপও বেড়েছে।’
নীলফামারীর ডিমলা উপজেলা গণঅধিকার পরিষদের শতাধিক নেতা-কর্মীর পদত্যাগ করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খগারহাটের মিনি স্টেডিয়াম মাঠে সংবাদ সম্মেলন করে এই পদত্যাগের ঘোষণা দেন তাঁরা।
১৫ মিনিট আগেতিনি বলেন, বঙ্গোপসাগরের তীরে ৯টি খরস্রোতা নদীবেষ্টিত বরগুনা জেলাকে সংসদীয় আসন পুনর্বিন্যাসে বঞ্চিত করা হয়েছে। আগে তিনটি আসন থাকলেও বর্তমানে বরগুনায় দুটি আসন রয়েছে। এতে স্থানীয়রা জাতীয় সংসদে যথাযথ প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছেন।
১৮ মিনিট আগেরাজশাহীর দুর্গাপুর উপজেলায় লোকালয়ে প্রায় ১০ দিন ধরে ছুটে বেড়াচ্ছে একটি দলছুট হনুমান। তাকে দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক মানুষ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুই দিন আগেও পৌর এলাকার শালঘরিয়ায় ছিল হনুমানটি। এখন আবার চলে এসেছে দেবীপুর গ্রামে। এর আগেও অনেক গ্রামে দেখা গেছে এ হনুমানটিকে।
২৫ মিনিট আগেসাতক্ষীরায় বিদ্যুতের মূল গ্রিড লাইনে ট্রান্সফরমার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটেছে। এতে আজ শনিবার বেলা ১১টা থেকে জেলার পুরো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। মেরামত শেষে বেলা ৩টার দিকে সাতক্ষীরা পৌরসভার আংশিক এবং বিভিন্ন উপজেলায় কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ সচল হয়। পরে বিকেল ৫টার দিকে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ
১ ঘণ্টা আগে