নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক আওয়ামী লীগ নেতা। আজ রোববার সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলার নওগাঁ-বদলগাছি সড়কের কুশারমুড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আওয়ামী লীগ নেতার নাম জহুরুল ইসলাম স্বাধীন (৫০)। তিনি বদলগাছি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব ছিলেন। জহুরুল ইসলাম উপজেলার বালুভরা ইউনিয়নের চাংলা গ্রামের মৃত কাসেম উদ্দিনের ছেলে।
এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আওয়ামী লীগ নেতা এসএম তৌফিক মান্নান পলাশ (৪০)। তিনি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দায়িত্ব পালন করছেন। পলাশ চাংলা গ্ৰামের মিজানুর রহমানের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার সকাল ১০টা থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। সকালেই বদলগাছী থেকে নওগাঁ সদরে মোটরসাইকেলে এসে সেই সম্মেলনে যোগ দেন তাঁরা। সম্মেলন শেষে সন্ধ্যায় তাঁরা বাড়ি ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে পণ্যবাহী একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে পরে চাকায় নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান জহুরুল ইসলাম। এ ঘটনায় গুরুতর আহত হন পলাশ। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু বলেন, ‘সকালে তাঁরা নওগাঁ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে গিয়েছিলেন। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে একটি ট্রাকের চাকার নিচে পড়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মারা গেছেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আহত হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জহুরুল ইসলামের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের বড় শূন্যতা তৈরি হয়ে গেল।’
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক আওয়ামী লীগ নেতা। আজ রোববার সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলার নওগাঁ-বদলগাছি সড়কের কুশারমুড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আওয়ামী লীগ নেতার নাম জহুরুল ইসলাম স্বাধীন (৫০)। তিনি বদলগাছি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব ছিলেন। জহুরুল ইসলাম উপজেলার বালুভরা ইউনিয়নের চাংলা গ্রামের মৃত কাসেম উদ্দিনের ছেলে।
এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আওয়ামী লীগ নেতা এসএম তৌফিক মান্নান পলাশ (৪০)। তিনি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দায়িত্ব পালন করছেন। পলাশ চাংলা গ্ৰামের মিজানুর রহমানের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার সকাল ১০টা থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। সকালেই বদলগাছী থেকে নওগাঁ সদরে মোটরসাইকেলে এসে সেই সম্মেলনে যোগ দেন তাঁরা। সম্মেলন শেষে সন্ধ্যায় তাঁরা বাড়ি ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে পণ্যবাহী একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে পরে চাকায় নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান জহুরুল ইসলাম। এ ঘটনায় গুরুতর আহত হন পলাশ। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু বলেন, ‘সকালে তাঁরা নওগাঁ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে গিয়েছিলেন। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে একটি ট্রাকের চাকার নিচে পড়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মারা গেছেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আহত হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জহুরুল ইসলামের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের বড় শূন্যতা তৈরি হয়ে গেল।’
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে তুর্কি নাগরিকের কাছে চাঁদা দাবির অভিযোগে রুবেল হোসেন (৩৮) নামের একজনকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিরপুরের কাজীপাড়া এলাকা থেকে আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
১১ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে হল থেকে মিছিল নিয়ে বেরিয়েছেন আবাসিক হলের ছাত্রীরা। আজ রাত সাড়ে ১০টার দিকে প্রতিটি হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে জুবেরী ভবনে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেন তাঁরা।
১৪ মিনিট আগেচট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত সার কারখানা ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) কমপ্লেক্স লিমিটেডে অনুষ্ঠেয় শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) নির্বাচনে ১৯ পদেই থাকলেন একক প্রার্থী। সে হিসেবে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে হতে যাচ্ছেন।
১ ঘণ্টা আগেসরকারি একটি প্রকল্পের ভূমি অধিগ্রহণে ২ কোটি টাকা ক্ষতিপূরণ পাওয়ার কথা ছিল চট্টগ্রাম নগরের বায়েজিদের কুলগাঁও এলাকার দিনমজুর মো. দেলোয়ার হোসেনের (৬৫)। ক্ষতিপূরণের ওই টাকা পেতে তিনি জীবনের শেষ পাঁচ বছর কাটিয়েছেন ডিসি অফিস, ভূমি অফিস আর আদালতের বারান্দায় ঘুরে ঘুরেই। তাও ওই টাকা পাননি। ওই আক্ষেপের মধ্যে
১ ঘণ্টা আগে