নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের আটক করে থানায় হস্তান্তর করেছে। আজ শুক্রবার বেলা ১১টায় পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত ভোরে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) শীতল মাঠ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৪ /১-এসের কাছ দিয়ে বিএসএফ বাংলাদেশের ভেতরে ওই ১৬ জন ব্যক্তিকে ঠেলে দেয়। খবর পেয়ে বিজিবির টহল দল সীমান্তসংলগ্ন ঘুরকী গ্রামের পাকা রাস্তার ধারে একটি চায়ের দোকানের পাশে তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—নাটোরের মো. মোতালেব শেখ (৪৫), মো. শফিকুল ইসলাম (৩৫), মো. মজনু বিশ্বাস (৪৮), মো. নয়ন খাঁ (২৫), মো. মুকুল শেখ (২৫), মো. মৃধুল শেখ (২০), মো. সামির (১১), মোছা. বিনা খাতুন (২৯), মোছা. মিম (৮), মোছা. মরিয়ম খাতুন (১০), মোছা. রোজিনা খাতুন (১৮), মোছা. মিরা খাতুন (৮ মাস), মোছা. এলিনা খাতুন (২৮), মোছা. জান্নাতুল সরকার (১০), মোছা. জোছনা বেগম (৫০) এবং পাবনার মো. মিরাজ শেখ (১৮)। তাঁদের মধ্যে নারী, শিশু ও এক শিশুকন্যাও রয়েছে।
বিজিবি বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েক বছর আগে তাঁরা রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। স্থানীয় চেয়ারম্যান ও স্বজনদের উপস্থিতিতে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন যাচাই করে তাঁদের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে বিজিবি আটক ব্যক্তিদের পত্নীতলা থানায় হস্তান্তর করে।
বিজিবি জানিয়েছে, পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক ঘটনার পরপরই মোবাইল ফোনে বিএসএফ কমান্ড্যান্টকে বিষয়টি অবহিত করে তীব্র প্রতিবাদ জানান। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ পারাপার এবং চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের ঘটনা প্রতিরোধে সীমান্তজুড়ে টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিজিবির পক্ষ থেকে আটক ১৬ জনকে আনা হয়েছে। প্রাথমিক প্রক্রিয়া শেষে তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় সব ধরনের আইনগত ব্যবস্থা সম্পন্ন করে পরবর্তী ধাপে তাঁদের আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।
নওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের আটক করে থানায় হস্তান্তর করেছে। আজ শুক্রবার বেলা ১১টায় পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত ভোরে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) শীতল মাঠ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৪ /১-এসের কাছ দিয়ে বিএসএফ বাংলাদেশের ভেতরে ওই ১৬ জন ব্যক্তিকে ঠেলে দেয়। খবর পেয়ে বিজিবির টহল দল সীমান্তসংলগ্ন ঘুরকী গ্রামের পাকা রাস্তার ধারে একটি চায়ের দোকানের পাশে তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—নাটোরের মো. মোতালেব শেখ (৪৫), মো. শফিকুল ইসলাম (৩৫), মো. মজনু বিশ্বাস (৪৮), মো. নয়ন খাঁ (২৫), মো. মুকুল শেখ (২৫), মো. মৃধুল শেখ (২০), মো. সামির (১১), মোছা. বিনা খাতুন (২৯), মোছা. মিম (৮), মোছা. মরিয়ম খাতুন (১০), মোছা. রোজিনা খাতুন (১৮), মোছা. মিরা খাতুন (৮ মাস), মোছা. এলিনা খাতুন (২৮), মোছা. জান্নাতুল সরকার (১০), মোছা. জোছনা বেগম (৫০) এবং পাবনার মো. মিরাজ শেখ (১৮)। তাঁদের মধ্যে নারী, শিশু ও এক শিশুকন্যাও রয়েছে।
বিজিবি বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েক বছর আগে তাঁরা রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। স্থানীয় চেয়ারম্যান ও স্বজনদের উপস্থিতিতে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন যাচাই করে তাঁদের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে বিজিবি আটক ব্যক্তিদের পত্নীতলা থানায় হস্তান্তর করে।
বিজিবি জানিয়েছে, পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক ঘটনার পরপরই মোবাইল ফোনে বিএসএফ কমান্ড্যান্টকে বিষয়টি অবহিত করে তীব্র প্রতিবাদ জানান। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ পারাপার এবং চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের ঘটনা প্রতিরোধে সীমান্তজুড়ে টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিজিবির পক্ষ থেকে আটক ১৬ জনকে আনা হয়েছে। প্রাথমিক প্রক্রিয়া শেষে তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় সব ধরনের আইনগত ব্যবস্থা সম্পন্ন করে পরবর্তী ধাপে তাঁদের আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলে পদ্মার ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে গেছে শত শত পরিবারের ঘরবাড়ি ও ফসলি জমি। এ বছরের মে মাসের শেষ দিক থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের হরিহরদিয়া, গঙ্গাধরদী, সেলিমপুর, জয়পুর ও উত্তর পাটগ্রাম এলাকায় শত শত বিঘা ফসলি জমির...
১৬ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনে লক্ষ্মীপুরে শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলার আসামি কনক কারীকে গ্রেপ্তার করা হয়েছ। গতকাল বৃহস্পতিবার বিদেশে পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আজ শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।
৩৬ মিনিট আগেরাঙামাটি রাজবন বিহারে মহা সংঘদান অনুষ্ঠান করেছে রাঙামাটি সদর উপজেলার বাসিন্দারা। আজ শুক্রবার সকাল ৯টায় রাজবন বিহারের দক্ষিণ মাঠে এ মহা সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৪৪ মিনিট আগেকক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে রশি টেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় এক যুবক নিহত হয়েছেন এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফাঁসিয়াখালী ঢালায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মাহমুদুল হক (৩১)।
১ ঘণ্টা আগে