নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলা উপজেলায় বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাপাহার-নজিপুর আঞ্চলিক সড়কের নকুচা করমজাই মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বড় মহরন্দী গ্রামের জুয়েল হোসনের স্ত্রী বুলবুলি খাতুন (৪২) ও মৃত ময়েজ উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৬০)। আহত হলেন মনরন্দী গ্রামের কাদের হোসেনের ছেলে ভ্যানচালক ফজলুর রহমান।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে ফারুক ও বুলবুলি নিজ বাড়ি মহরন্দি গ্রাম থেকে ভ্যানে করে সাপাহার-নজিপুর সড়ক দিয়ে উপজেলার মধইল বাজারে যাচ্ছিলেন। নকুচা করমজা এলাকায় পৌঁছালে হঠাৎ ভ্যানের দুই চাকার লোহার রডটি ভেঙে ভ্যানটি সড়কে উল্টে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝায় ট্রাক্টর তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই বুলবুলি খাতুনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন ভ্যানচালক ফজলুর ও ভ্যানের যাত্রী ফারুক হোসেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আহত ফারুক হোসেনের মৃত্যু হয়। ভ্যানচালক ফজলুর রহমান স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে নকুচা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। একই সঙ্গে ট্রাক ও দুর্ঘটনাকবলিত ভ্যানটিও জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর ট্রাকের চালক আর তাঁর সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা যায়নি। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নওগাঁর পত্নীতলা উপজেলায় বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাপাহার-নজিপুর আঞ্চলিক সড়কের নকুচা করমজাই মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বড় মহরন্দী গ্রামের জুয়েল হোসনের স্ত্রী বুলবুলি খাতুন (৪২) ও মৃত ময়েজ উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৬০)। আহত হলেন মনরন্দী গ্রামের কাদের হোসেনের ছেলে ভ্যানচালক ফজলুর রহমান।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে ফারুক ও বুলবুলি নিজ বাড়ি মহরন্দি গ্রাম থেকে ভ্যানে করে সাপাহার-নজিপুর সড়ক দিয়ে উপজেলার মধইল বাজারে যাচ্ছিলেন। নকুচা করমজা এলাকায় পৌঁছালে হঠাৎ ভ্যানের দুই চাকার লোহার রডটি ভেঙে ভ্যানটি সড়কে উল্টে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝায় ট্রাক্টর তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই বুলবুলি খাতুনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন ভ্যানচালক ফজলুর ও ভ্যানের যাত্রী ফারুক হোসেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আহত ফারুক হোসেনের মৃত্যু হয়। ভ্যানচালক ফজলুর রহমান স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে নকুচা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। একই সঙ্গে ট্রাক ও দুর্ঘটনাকবলিত ভ্যানটিও জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর ট্রাকের চালক আর তাঁর সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা যায়নি। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বগা বাজারের আওয়ামী লীগ কর্মী সুলতান সিকদারের নামে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ বরাদ্দ ছিল। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বগা ইউনিয়ন আওয়ামী লীগ নেতারা এলাকা ছেড়ে গেলে স্থানীয় বিএনপি নেতারা সেই সুযোগে সুলতান সিকদারের নামে বরাদ্দকৃত চাল উত্তোলন করে ভোগ করেন বলে অভিযোগ ওঠে।
৮ মিনিট আগেযশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০টি জেলায় এসএসসি পরীক্ষার জন্য ২৯৯টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে একাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে থাকে। যদি কোনো কেন্দ্রে সব পরীক্ষার্থীর জায়গা সংকুলান না হয়, তবে পার্শ্ববর্তী কোনো প্রতিষ্ঠানকে অতিরিক্ত কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়...
১০ মিনিট আগেকুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক জানান, গ্যাস না থাকায় কুমুদিনী হাসপাতালসহ কমপ্লেক্সের বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত ৫ হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। তিনি বলেন, বিদ্যুৎ চলে গেলে গ্যাসের জেনারেটরের মাধ্যমে হাসপাতালের রোগীদের চিকিৎসা দেওয়া হয়, যা তেলের জেনারেটরে সম্ভব হয় না।
১২ মিনিট আগেস্থানীয়দের আশঙ্কা, লুট হওয়া অস্ত্র ও গুলি যেকোনো সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই শঙ্কা আরও তীব্র হয়েছে। শহরের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এই অস্ত্র যদি রাজনৈতিক সহিংসতায় ব্যবহৃত হয়, তাহলে আমরা আবারও অস্থিরতার মধ্যে পড়ব।”
২ ঘণ্টা আগে