Ajker Patrika

শিয়ালের হাত থেকে হাঁস বাঁচাতে বৈদ্যুতিক ফাঁদ, বিদ্যুতায়িত হয়ে খামারির মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২৩, ১৫: ২০
শিয়ালের হাত থেকে হাঁস বাঁচাতে বৈদ্যুতিক ফাঁদ, বিদ্যুতায়িত হয়ে খামারির মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে শিয়াল তাড়ানোর ফাঁদে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুর রাজ্জাক (৫৬) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কূল ধুরুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের আব্দুল আলীর ছেলে।

প্রতিবেশীরা বলছের, আব্দুর রাজ্জাক বাড়ির পাশে একটি হাঁসের খামার দেন। সেখানে শিয়ালের আক্রমণ থেকে হাঁস বাঁচাতে জিআই তারের সঙ্গে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ফাঁদ দেন। শনিবার ভোরে ঘুম থেকে উঠে খামারে হাঁস দেখতে যান আব্দুর রাজ্জাক। সেখানে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে খামারের পাশেই পড়ে ছিলেন। পরে সকাল ১০টার দিকে খোঁজ পেয়ে পরিবারের লোকজন খামারের পাশ থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মুখলেছুর রহমান মাছুম আজকের পত্রিকাকে বলেন, ‘হাঁসের খামারে শিয়ালের জন্য পাতা বৈদ্যুতিক তারে জড়িয়ে আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়েছে বলে সকালে শুনেছি। তিনি হাঁস পালন করে জীবিকা নির্বাহ করতেন।’

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান রাশেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জেনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত