Ajker Patrika

মেলান্দহ সরকারি কলেজে ঝুঁকিপূর্ণ ভবনে পরীক্ষা, আতঙ্কে শিক্ষার্থীরা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৮: ৫৪
মেলান্দহ সরকারি কলেজে ঝুঁকিপূর্ণ ভবনে পরীক্ষা, আতঙ্কে শিক্ষার্থীরা

জামালপুরের মেলান্দহ সরকারি কলেজের ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা নেওয়া হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ বলছে, ক্লাসরুমের সংকটে তারা ঝুঁকি নিতে বাধ্য হচ্ছে। কিন্তু যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আতঙ্কে রয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

ওই কেন্দ্রে মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার সাত কলেজের ৭৫৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থী আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘পরিত্যক্ত ভবনেই চলছে পরীক্ষা। ছাদ থেকে পলেস্তরা খসে পড়ছে রড দেখা যাচ্ছে। যেকোনো সময় ভেঙে পড়তে পারে। আমরা আতঙ্ক নিয়েই পরীক্ষা দিচ্ছি।’ 

মেলান্দহ সরকারি কলেজের শিক্ষার্থী উম্মে হাবিবা বলেন, ‘সব ক্লাসরুমের একই অবস্থা। পলেস্তারা খসে খসে পড়ছে। আতঙ্কের মধ্যে পরীক্ষা দিত হচ্ছে আমাদের।’ 

ঝুঁকিপূর্ণ ভবনে পরীক্ষা নেওয়ার বিষয়ে জানতে চাইলে মেলান্দহ সরকারি কলেজে অধ্যক্ষ হাসান তৌফিক মো. আলী নূর বলেন, ক্লাসরুম না থাকায় জরাজীর্ণ ভবনেই ভবনে পরীক্ষা নেওয়া হচ্ছে। ক্লাসরুম বাড়ানোর জন্য দুটি ভবন নির্মাণ করা হচ্ছে। কাজ শেষ হলে পরিত্যক্ত ভবনে কোনো কিছুই থাকবে না। সবকিছু সরিয়ে নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত