Ajker Patrika

নেত্রকোনায় অ্যাম্বুলেন্স–সিএনজির সংঘর্ষ, নিহত ১ 

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় অ্যাম্বুলেন্স–সিএনজির সংঘর্ষ, নিহত ১ 

নেত্রকোনায় অ্যাম্বুলেন্স –সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ছোয়াব আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

আহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তি সংলগ্ন বারহাট্টা উপজেলার মোয়াটি গ্রামের বাসিন্দা। 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি চালিত অটোরিকশাটিতে চালকসহ তিনজন যাত্রী ছিলেন। ময়মনসিংহ থেকে বারহাট্টা উপজেলার মোয়াটী গ্রামে নিজ বাড়ি ফিরছিলেন তারা। রাত সাড়ে ১০টার দিকে চরপাড়া এলাকায় পৌঁছালে সীমান্ত উপজেলা কলমাকান্দা থেকে নেত্রকোনাগামী একটি অ্যাম্বুলেন্স অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে অটোরিকশার যাত্রী ছোয়াব আলী (৪৭) ঘটনাস্থলেই নিহত ও চালকসহ অপর দুই যাত্রী আহত হন। 

স্থানীয়দের অভিযোগ, সড়কের ওপর ধানের আঁটি রাখার কারণে অটোরিকশাটি পার্শ্ব পরিবর্তন করে ডান দিকে যায়। একই সময় বিপরীত দিক থেকে অ্যাম্বুলেন্সটি আসে। 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফল হক আজকের পত্রিকাকে বলেন, আহতদের মধ্যে অটোরিকশার চালক রোকন মিয়া (৪৫) নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সড়কে ধান রাখার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত