Ajker Patrika

নালিতাবাড়ীতে ১২৯২ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ব্যবসায়ী 

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
নালিতাবাড়ীতে ১২৯২ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ব্যবসায়ী 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ১ হাজার ২৯২ বস্তা ভারতীয় চিনিসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে শেরপুরের গোয়েন্দা পুলিশ (ডিবি) ও নালিতাবাড়ী পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রহুল আমিন। তিনি উপজেলার বরুয়াজানি গ্রামের শেরআলীর ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে শেরপুরের গোয়েন্দা পুলিশ ও নালিতাবাড়ী পুলিশ উপজেলার কাকরকান্দি ইউনিয়নের ব্যবসায়ী রহুল আমিনের দোকানে অভিযান চালায়। এ সময় রহুল আমিনের তিনটি গোডাউন থেকে ১ হাজার ২৯২ বস্তায় ৬৪ হাজার ৬০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এ সময় রহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। 

পরে আজ মঙ্গলবার সকালে এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা করে। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে রহুল আমিনকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়। 

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া বলেন, গ্রেপ্তার রহুল আমিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত