বাকৃবি প্রতিনিধি
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, ‘বঙ্গবন্ধু ছিলেন একজন দূরদর্শী নেতা। তিনি ১৯৭২ সালে ফিরে আসার পর দেশে দুর্বার গতিতে উন্নয়ন শুরু হয়। ফলে এ দেশ এগিয়ে গেছে, যা অন্য কোনো দেশের নেতার পক্ষেই সম্ভব ছিল না। দেশে যখন আমলাতন্ত্র শূন্য ছিল, তখন মাত্র ২১ দিনে দেশের মানুষের পুনর্বাসন, পুনর্গঠন ও উন্নয়নের জন্য পরিকল্পনা পরিষদ গঠন করা হয়।’
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর কৃষি দর্শন ও কৃষিবান্ধব বর্তমান সরকার’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলোচনা সভায় বাকৃবির উপাচার্য বলেন ড. লুৎফুল হাসান বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন কৃষিবান্ধব নেতা। ১৯৭৫ সালের নির্মম হত্যার পর সবকিছু থমকে যায়। পরবর্তীতে ২০০৮ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব নীতির প্রতিফলন করেন। সেই দায়িত্ব নিয়ে তিনি কৃষিতে বিপ্লব এনেছেন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে বাংলাদেশ রূপান্তরিত হবে কৃষি ও কৃষকের দেশ হিসেবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘অনুন্নত বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে বিআরসিকে পুনর্গঠন, এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট ও কৃষিকে প্রথম মর্যাদা দেওয়াসহ নিয়েছিলেন আরও অনেক পদক্ষেপ। ইতিহাস গড়া সেই নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল।’
বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুস সালামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. খান মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন, রেজিস্ট্রার মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, ‘বঙ্গবন্ধু ছিলেন একজন দূরদর্শী নেতা। তিনি ১৯৭২ সালে ফিরে আসার পর দেশে দুর্বার গতিতে উন্নয়ন শুরু হয়। ফলে এ দেশ এগিয়ে গেছে, যা অন্য কোনো দেশের নেতার পক্ষেই সম্ভব ছিল না। দেশে যখন আমলাতন্ত্র শূন্য ছিল, তখন মাত্র ২১ দিনে দেশের মানুষের পুনর্বাসন, পুনর্গঠন ও উন্নয়নের জন্য পরিকল্পনা পরিষদ গঠন করা হয়।’
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর কৃষি দর্শন ও কৃষিবান্ধব বর্তমান সরকার’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলোচনা সভায় বাকৃবির উপাচার্য বলেন ড. লুৎফুল হাসান বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন কৃষিবান্ধব নেতা। ১৯৭৫ সালের নির্মম হত্যার পর সবকিছু থমকে যায়। পরবর্তীতে ২০০৮ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব নীতির প্রতিফলন করেন। সেই দায়িত্ব নিয়ে তিনি কৃষিতে বিপ্লব এনেছেন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে বাংলাদেশ রূপান্তরিত হবে কৃষি ও কৃষকের দেশ হিসেবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘অনুন্নত বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে বিআরসিকে পুনর্গঠন, এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট ও কৃষিকে প্রথম মর্যাদা দেওয়াসহ নিয়েছিলেন আরও অনেক পদক্ষেপ। ইতিহাস গড়া সেই নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল।’
বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুস সালামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. খান মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন, রেজিস্ট্রার মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৫ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১২ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৩৬ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৩৯ মিনিট আগে