Ajker Patrika

তারাকান্দায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিনিধি, (তারাকান্দা) ময়মনসিংহ 
তারাকান্দায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ওয়াসিকুল ইসলাম (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৮ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের খিচা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ওয়াসিকুল ইসলাম নেত্রকোনার ফিরোজ আলীর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের তারাকান্দা উপজেলার খিচা নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা থেকে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওয়াসিকুল মারা যায়। 

আবুল খায়ের আরও বলেন, ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত