Ajker Patrika

ময়মনসিংহ বিএনপির ৪১ নেতা-কর্মী ঢাকায় গ্রেপ্তার, দাবি নেতাদের

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৭: ১০
ময়মনসিংহ বিএনপির ৪১ নেতা-কর্মী ঢাকায় গ্রেপ্তার, দাবি নেতাদের

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সংঘর্ষের পরদিন সমাবেশের উদ্দেশ্যে ঢাকায় আসা ময়মনসিংহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ৪১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় নেতারা।

আজ শুক্রবার দুপুর ২টার দিকে গ্রেপ্তার নেতা-কর্মীদের ঢাকার চিফ জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় হাজির করা হয়েছে।

এ তথ‍্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার উত্তরা হাজি ক্যাম্প এলাকার গফরগাঁও হাউস থেকে তাঁদের গ্রেপ্তার করে দক্ষিণখান থানার পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফখরুল হাসান, ময়মনসিংহ মহানগর যুবদলের নেতা রাজিব খান পাঠান রনি, মাহাবুবুল আলম গৌতম, আশরাফুল ইসলাম আরিফ, মোড়ল, নুরী, তুহিন, সাজুসহ মোট ৪১ জন। 

তাঁরা সবাই বিএনপির মহাসমাবেশে যোগ দিতে কয়েক দিন আগে ঢাকায় গিয়েছিলেন বলে জানিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ইয়াসের খান চৌধুরী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত