Ajker Patrika

নিখোঁজের একদিন পর পুকুরে মিলল ছাত্রের মরদেহ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২১: ৩৩
নিখোঁজের একদিন পর পুকুরে মিলল ছাত্রের মরদেহ

নিখোঁজের একদিন পর ময়মনসিংহের ফুলপুরে ষষ্ঠ শ্রেণির রাফি আহমেদ (১৩) নামে এক ছাত্রের মরদেহ মিলেছে পুকুরে। সে উপজেলার পয়ারী ইউনিয়নের মাহমুদপুর গ্রামের আবুল কালামের ছেলে এবং স্থানীয় একটি কিন্ডার গার্টেনের ষষ্ঠ শ্রেণির ছাত্র। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে,  গত বৃহস্পতিবার দুপুরে  হঠাৎ করে নিখোঁজ হয় রাফি। পরে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শুক্রবার দুপুরে মাহমুদপুর  বাজারে পাশে একটি পুকুরে তার মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি। ময়নাতদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত