প্রতিনিধি
মদন (নেত্রকোনা): ইউএনওর হস্তক্ষেপে নেত্রকোনার মদনে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী (১৪)। ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গতকাল রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ ওই কিশোরীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে নেত্রকোনার সদর উপজেলার গরুরহাট এলাকার মল্লিক মিয়ার ছেলে রাজমিস্ত্রি আনোয়ার হোসেন মন্জুর (৩৫) সঙ্গে ওই কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। আনোয়ার হোসেনের প্রথম স্ত্রী ঝর্ণা আক্তার স্বামীর বিয়ের জন্য মদন উপজেলায় ওই কিশোরীর বাড়িতে আসেন। স্থানীয় লোকজন বিষয়টি জেনে প্রশাসনকে খবর দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ এবং মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনাস্থলে যান। তাঁদের উপস্থিতি টের পেয়ে বর আনোয়ার হোসেন পালিয়ে যান।
আনোয়ার হোসেনের প্রথম স্ত্রী ঝর্ণা আক্তারকে এক হাজার ও ওই কিশোরীর বাবাকে এক হাজার করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। এরপর ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েটিকে কোথাও বিয়ে দেবেন না বলে মেয়ের বাবার লিখিত অঙ্গীকার নেওয়া হয়।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ বলেন, বাল্যবিবাহের খবর পেয়ে আমি মেয়ের বাড়িতে যাই। মেয়ের বাবা অঙ্গীকার করেছেন ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েটিকে বিয়ে দেবেন না। দুজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মদন (নেত্রকোনা): ইউএনওর হস্তক্ষেপে নেত্রকোনার মদনে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী (১৪)। ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গতকাল রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ ওই কিশোরীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে নেত্রকোনার সদর উপজেলার গরুরহাট এলাকার মল্লিক মিয়ার ছেলে রাজমিস্ত্রি আনোয়ার হোসেন মন্জুর (৩৫) সঙ্গে ওই কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। আনোয়ার হোসেনের প্রথম স্ত্রী ঝর্ণা আক্তার স্বামীর বিয়ের জন্য মদন উপজেলায় ওই কিশোরীর বাড়িতে আসেন। স্থানীয় লোকজন বিষয়টি জেনে প্রশাসনকে খবর দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ এবং মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনাস্থলে যান। তাঁদের উপস্থিতি টের পেয়ে বর আনোয়ার হোসেন পালিয়ে যান।
আনোয়ার হোসেনের প্রথম স্ত্রী ঝর্ণা আক্তারকে এক হাজার ও ওই কিশোরীর বাবাকে এক হাজার করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। এরপর ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েটিকে কোথাও বিয়ে দেবেন না বলে মেয়ের বাবার লিখিত অঙ্গীকার নেওয়া হয়।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ বলেন, বাল্যবিবাহের খবর পেয়ে আমি মেয়ের বাড়িতে যাই। মেয়ের বাবা অঙ্গীকার করেছেন ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েটিকে বিয়ে দেবেন না। দুজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কক্সবাজারের চকরিয়ায় চোরাই গাছভর্তি গাড়ি জব্দের পর বন কর্মকর্তা ও কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বিট কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার খুটাখালীর সেগুনবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগেবরিশালের মুলাদীতে জয়ন্তী নদীর ভাঙনের মুখে পড়েছে শতাধিক বসতবাড়ি ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। বাড়িঘর ও প্রতিষ্ঠান রক্ষায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঘোষেরচর, জালালপুর, চরনাজিরপুর এলাকায় ব্যাপক ভাঙন দেখা দেওয়ায় ওই এলাকার বাসিন্দারা এ দাবি জানান।
১ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে দল থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন ফজলুর রহমান। তাঁকে গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার দিবাগত মধ্যরাত থেকে তাঁর সেগুনবাগিচার বাসার সামনে বিক্ষোভ চলছে। সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
১ ঘণ্টা আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুতে পাঁচ লাখ টাকা মূল্যের ৩১০ মিটার বৈদ্যুতিক তার চুরির পর এবার বেশ কিছু রিফ্লেক্টর লাইট চুরি হয়েছে। তবে কতগুলো লাইট চুরি হয়েছে, তা নির্দিষ্ট করে কেউ বলতে পারেনি।
১ ঘণ্টা আগে