ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
৮১ বছরের বৃদ্ধা আনোয়ারা খাতুন। কোমর ভেঙে যাওয়ায় হাঁটা-চলা করতে পারেন না। তাই সাহায্য নিতে হয় ক্রাচের। ছেলের হাত ধরে ক্রাচের ভর করে এসেছেন ভোট দিতে। এ পর্যন্ত প্রায় প্রতিটি নির্বাচনে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন বলেও জানান।
ময়মনসিংহের ত্রিশালে আজ বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছেলে মোস্তফার হাত ধরে আসেন আনোয়ারা খাতুন।
আনোয়ারা খাতুন বালিপাড়া ইউনিয়নের ধলা গ্রামের মৃত মো. কদ্দুস আলীর স্ত্রী। আনোয়ারা খাতুন বলেন, ‘প্রতি নির্বাচনেই আমি ভোট দিছি। ইবার আমার পুলায় কইতাছে যাইন আমহেও যাইবাইন, আমার ফুফুও লাগে যাইব। দুজন এক্কান্ই আইছি। কোমর ভাঙছে এইডা কি ঠিক অইব? চেয়ারম্যানেরডা, মেম্বরেরডা যত ভোট আছে সবই দেই।’
আনোয়ারা খাতুনের ছেলে মো. মোস্তফা বলেন, ‘সব সময় ভোট দিছে, এহনও ইচ্ছা ভোট দিব। তাই ভোট দিবার নিয়া আইছি। বাথরুম থেকে পইরা যাইয়া কোমর ভাঙছে। আমারে কয় সব সময় ভোট দিছি, এহন আমারে নিয়া যা আমি ভোট দিব।’
ত্রিশাল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, ত্রিশাল উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯০ হাজার ৫৫৬ জন ও নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৪৩৮ জন। মোট ভোটকেন্দ্র ১২৫ টি। চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৮১ বছরের বৃদ্ধা আনোয়ারা খাতুন। কোমর ভেঙে যাওয়ায় হাঁটা-চলা করতে পারেন না। তাই সাহায্য নিতে হয় ক্রাচের। ছেলের হাত ধরে ক্রাচের ভর করে এসেছেন ভোট দিতে। এ পর্যন্ত প্রায় প্রতিটি নির্বাচনে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন বলেও জানান।
ময়মনসিংহের ত্রিশালে আজ বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছেলে মোস্তফার হাত ধরে আসেন আনোয়ারা খাতুন।
আনোয়ারা খাতুন বালিপাড়া ইউনিয়নের ধলা গ্রামের মৃত মো. কদ্দুস আলীর স্ত্রী। আনোয়ারা খাতুন বলেন, ‘প্রতি নির্বাচনেই আমি ভোট দিছি। ইবার আমার পুলায় কইতাছে যাইন আমহেও যাইবাইন, আমার ফুফুও লাগে যাইব। দুজন এক্কান্ই আইছি। কোমর ভাঙছে এইডা কি ঠিক অইব? চেয়ারম্যানেরডা, মেম্বরেরডা যত ভোট আছে সবই দেই।’
আনোয়ারা খাতুনের ছেলে মো. মোস্তফা বলেন, ‘সব সময় ভোট দিছে, এহনও ইচ্ছা ভোট দিব। তাই ভোট দিবার নিয়া আইছি। বাথরুম থেকে পইরা যাইয়া কোমর ভাঙছে। আমারে কয় সব সময় ভোট দিছি, এহন আমারে নিয়া যা আমি ভোট দিব।’
ত্রিশাল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, ত্রিশাল উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯০ হাজার ৫৫৬ জন ও নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৪৩৮ জন। মোট ভোটকেন্দ্র ১২৫ টি। চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে