গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি।
শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়ে বাড়ি ফিরে এক যুবকের আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের গোলকপুর মহল্লায় এ ঘটনা ঘটে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা যুবক রাব্বি (২৫) গোলকপুর মহল্লার মৃত সাইফুল ইসলামের ছেলে।
গৌরীপুর থানা–পুলিশ রাব্বির লাশ উদ্ধার করেছে।
পরিবারের সূত্রে জানা গেছে, উপজেলার বোকাইনগর ইউনিয়নের মমিনপুর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে রোজিনার সঙ্গে রাব্বির প্রেমের সম্পর্ক ছিল। পরে তাঁরা বিয়ে করেন। রোজিনার পরিবার এ নিয়ে মেনে নেয়নি। আট মাস আগে তাঁদের বিয়ে হয়। ১০ দিন পূর্বে অন্তঃসত্ত্বা রোজিনাকে তাঁর বাবা জামাল উদ্দিন জোরপূর্বক নিয়ে যান।
ঘটনার দিন রাব্বির ভগ্নিপতি আতাহার রোজিনাকে আনতে গেলে তাঁকে গালাগালিজ করে ফিরিয়ে দেওয়া। পরে রাব্বি স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি যান। তাঁকেও মারধর ও অপমান করে তাড়িয়ে দেয়। খবর পেয়ে রাব্বির মা রোজিনাদের বাড়িতে যান। রাব্বির মাকে রোজিনার বাবা মারধর করে হাত ভেঙে দেন। সেই অপমান সইতে না পেরে রাব্বি বাড়ি ফিরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। রাব্বির মা বর্তমানে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর থেকে রোজিনাসহ তাঁর বাবার পরিবারের লোকজন পলাতক।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়ে বাড়ি ফিরে এক যুবকের আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের গোলকপুর মহল্লায় এ ঘটনা ঘটে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা যুবক রাব্বি (২৫) গোলকপুর মহল্লার মৃত সাইফুল ইসলামের ছেলে।
গৌরীপুর থানা–পুলিশ রাব্বির লাশ উদ্ধার করেছে।
পরিবারের সূত্রে জানা গেছে, উপজেলার বোকাইনগর ইউনিয়নের মমিনপুর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে রোজিনার সঙ্গে রাব্বির প্রেমের সম্পর্ক ছিল। পরে তাঁরা বিয়ে করেন। রোজিনার পরিবার এ নিয়ে মেনে নেয়নি। আট মাস আগে তাঁদের বিয়ে হয়। ১০ দিন পূর্বে অন্তঃসত্ত্বা রোজিনাকে তাঁর বাবা জামাল উদ্দিন জোরপূর্বক নিয়ে যান।
ঘটনার দিন রাব্বির ভগ্নিপতি আতাহার রোজিনাকে আনতে গেলে তাঁকে গালাগালিজ করে ফিরিয়ে দেওয়া। পরে রাব্বি স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি যান। তাঁকেও মারধর ও অপমান করে তাড়িয়ে দেয়। খবর পেয়ে রাব্বির মা রোজিনাদের বাড়িতে যান। রাব্বির মাকে রোজিনার বাবা মারধর করে হাত ভেঙে দেন। সেই অপমান সইতে না পেরে রাব্বি বাড়ি ফিরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। রাব্বির মা বর্তমানে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর থেকে রোজিনাসহ তাঁর বাবার পরিবারের লোকজন পলাতক।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
‘জামায়াত নেতা কাদের মোল্লার রিভিউ আবেদন ২০১৩ সালের ১২ ডিসেম্বর খারিজ করা হয়। পরে সংক্ষিপ্ত আদেশে ওই দিন রাতেই তড়িঘড়ি করে তাঁর ফাঁসি কার্যকর করে সরকার। ২০১৪ সালের ৫ জানুয়ারি বিতর্কিত নির্বাচন করার জন্য এই ফাঁসি কার্যকর করা হয়। কী কারণে রিভিউ খারিজ হলো সেটা আমরা জানতে পারিনি।’
২ মিনিট আগেযশোরের চৌগাছায় প্রথমবারের মতো লাল আঙুর চাষ করে সফল হয়েছেন দক্ষিণ কোরিয়া প্রবাসী কামরুজ্জামান এপিল। উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রসুলপুর গ্রামের ওই প্রবাসী কৃষকের দুই বিঘা জমির আঙুর বাগানে থোকায় থোকায় ঝুলছে লাল আঙুর।
১ ঘণ্টা আগেমাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় সপ্তম দিনের সাক্ষী শুনানি হয়নি। আজ মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা থাকলেও ঢাকা মেডিকেলের দুজন চিকিৎসক আদালতে হাজির না হওয়াই সাক্ষ্য নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আগামীকাল (বুধবার) আবারও পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত।
১ ঘণ্টা আগেবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় কৃষিবিদদের অধিকার রক্ষা ও বৈষম্য নিরসনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল সোয়া ঘন্টা বন্ধ ছিল।
১ ঘণ্টা আগে