মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) ফুটবলে ভর্তির সুযোগ পেয়েছে মাসুদুর রহমান আজম। দেশে সেরা ফুটবলার হওয়ার স্বপ্ন তার। কিন্তু তার সেই স্বপ্ন যেন স্বপ্নই রয়ে যাচ্ছে। সে অর্থাভাবে বিকেএসপিতে ভর্তি হতে পারছে না।
মাসুদুর রহমান আজম জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের ঢালির ভিড়া গ্রামের মো. রসুন শেখের ছেলে। তার বাবা বাজারে পান বিক্রি করেন। চার ভাইবোনের মধ্যে সে সবার ছোট। বড় ভাই ইলেকট্রিশিয়ান ও রাজমিস্ত্রির কাজ করেন। পরিবারের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় হওয়ায় ভর্তি ও পড়াশোনার খরচ নিয়ে অনিশ্চয়তায় মাঝে দিন কাটছে তার।
জানা যায়, আজম রায়েরা ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে বিকেএসপি ফুটবলে ভর্তি পরীক্ষায় জামালপুর জেলা থেকে ভর্তির সুযোগ পেয়েছে। ছোট থেকেই ফুটবল খেলা তার নেশা ছিল। বিভিন্ন স্কুল টুর্নামেন্টে খেলেছে আজম।
এ বিষয়ে আজম বলে, ‘বড় হয়ে একজন ভালো ফুটবলার হওয়া আমার ইচ্ছা। ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি, কিন্তু টাকার অভাবে ভর্তি হতে পারব কি না, তা এখনো অনিশ্চিত। আমার পরিবার থেকে অর্থ না দেওয়ায় মাঝপথে লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল। আমার এক শিক্ষক বিকেএসপিতে ভর্তি পরীক্ষার ও যাতায়াতের সম্পূর্ণ অর্থ দিয়েছিলেন। আগামী ১৮ তারিখে ভর্তি হওয়ার শেষ সময়।’
আজমের বাবা রসুন শেখ বলেন, ‘আমার ছেলের ছোটবেলা থেকে পড়াশোনা ও ফুটবল খেলার প্রতি খুব ঝোঁক। কিন্তু টাকার অভাবে কিছুই দিতে পারিনি। ছোট থেকেই ফুটবল খেলা তার বড় নেশা ছিল। বিকেএসপিতে ভর্তি হওয়ার চান্স পেয়েছে। কিন্তু তাকে ভর্তি করানোর মতো আমার কাছে অর্থ নেই। ঠিকমতো সংসার খরচ চালাতে পারছি না, ভর্তি করাব কীভাবে?’
আজমের বাবা আরও বলেন, ‘কেউ আমার ছেলেটির পাশে এগিয়ে এলে সে বিকেএসপিতে ভর্তি হওয়ার সুযোগ পেত।’
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) ফুটবলে ভর্তির সুযোগ পেয়েছে মাসুদুর রহমান আজম। দেশে সেরা ফুটবলার হওয়ার স্বপ্ন তার। কিন্তু তার সেই স্বপ্ন যেন স্বপ্নই রয়ে যাচ্ছে। সে অর্থাভাবে বিকেএসপিতে ভর্তি হতে পারছে না।
মাসুদুর রহমান আজম জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের ঢালির ভিড়া গ্রামের মো. রসুন শেখের ছেলে। তার বাবা বাজারে পান বিক্রি করেন। চার ভাইবোনের মধ্যে সে সবার ছোট। বড় ভাই ইলেকট্রিশিয়ান ও রাজমিস্ত্রির কাজ করেন। পরিবারের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় হওয়ায় ভর্তি ও পড়াশোনার খরচ নিয়ে অনিশ্চয়তায় মাঝে দিন কাটছে তার।
জানা যায়, আজম রায়েরা ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে বিকেএসপি ফুটবলে ভর্তি পরীক্ষায় জামালপুর জেলা থেকে ভর্তির সুযোগ পেয়েছে। ছোট থেকেই ফুটবল খেলা তার নেশা ছিল। বিভিন্ন স্কুল টুর্নামেন্টে খেলেছে আজম।
এ বিষয়ে আজম বলে, ‘বড় হয়ে একজন ভালো ফুটবলার হওয়া আমার ইচ্ছা। ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি, কিন্তু টাকার অভাবে ভর্তি হতে পারব কি না, তা এখনো অনিশ্চিত। আমার পরিবার থেকে অর্থ না দেওয়ায় মাঝপথে লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল। আমার এক শিক্ষক বিকেএসপিতে ভর্তি পরীক্ষার ও যাতায়াতের সম্পূর্ণ অর্থ দিয়েছিলেন। আগামী ১৮ তারিখে ভর্তি হওয়ার শেষ সময়।’
আজমের বাবা রসুন শেখ বলেন, ‘আমার ছেলের ছোটবেলা থেকে পড়াশোনা ও ফুটবল খেলার প্রতি খুব ঝোঁক। কিন্তু টাকার অভাবে কিছুই দিতে পারিনি। ছোট থেকেই ফুটবল খেলা তার বড় নেশা ছিল। বিকেএসপিতে ভর্তি হওয়ার চান্স পেয়েছে। কিন্তু তাকে ভর্তি করানোর মতো আমার কাছে অর্থ নেই। ঠিকমতো সংসার খরচ চালাতে পারছি না, ভর্তি করাব কীভাবে?’
আজমের বাবা আরও বলেন, ‘কেউ আমার ছেলেটির পাশে এগিয়ে এলে সে বিকেএসপিতে ভর্তি হওয়ার সুযোগ পেত।’
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লম্বা শুভ্র চুল-দাড়ি বিশিষ্ট এক বৃদ্ধকে তিন ব্যক্তি জোর করে চুল কেটে দিচ্ছেন। বৃদ্ধ প্রাণপণ চেষ্টা করেও নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হন। না পেরে শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করে বলেন, ‘আল্লাহ, তুই দেহিস।’
৪৩ মিনিট আগেঋণের ফাঁদ থেকে কোনোভাবেই বের হতে পারছিলেন না মিঠুন দাস (২৮)। ওষুধ কোম্পানির প্রতিনিধির চাকরি আর সিসি ক্যামেরা লাগানোর ব্যবসা থেকে যে আয়-রোজগার হচ্ছিল, তার প্রায় সবই চলে যাচ্ছিল শুধু সুদ দিতে।
১ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে আমগাছে দুই হাত বাঁধা অবস্থায় রফিক শেখ (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্ত্তন এলাকায় লাশটি উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগেপিআর পদ্ধতির দাবিতে আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা নির্বাচন আয়োজনে কোন প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
১ ঘণ্টা আগে