Ajker Patrika

ময়মনসিংহে বাবা-ছেলেকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৪৫
ময়মনসিংহে বাবা-ছেলেকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

ময়মনসিংহে জমির বিরোধকে কেন্দ্র করে বাবা-ছেলেকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার বিকেলে সাভার ও গাজীপুর থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কামাল হোসেন (৫২), তার স্ত্রী মোসা. জাহানারা (৪০), ছেলে মো. নাঈম (১৯) ও কামালের ১৫ বছর বয়সী এক ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। আজ শুক্রবার সকালে নিজ কার্যালয়ে র‌্যাব-১৪ এর কমান্ডার মহিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহত আবুল খায়েরের ছেলে রিফাত হোসেন বাদী হয়ে আজ শুক্রবার সকালে সাতজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

র‌্যাব-১৪ এর কমান্ডার মহিবুল ইসলাম খান বলেন, গত বুধবার ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই জামতলা কুদ্দুস চেয়ারম্যানের বাড়ির পাশে নিজ জমিতে আবুল খায়ের চাষাবাদ করছিলেন। তখন কামাল হোসেনের সঙ্গে জমি মাপামাপি নিয়ে তাঁর কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে কামাল হোসেনসহ অন্যরা ধারালো অস্ত্র দিয়ে আবুল খায়েরকে ছুরিকাঘাত করে। এতে আবুল খায়ের গুরুতর জখম হন। তাঁকে বাঁচাতে ছেলে ফরহাদ হোসেনসহ অন্যরা এগিয়ে আসলে সবাইকেই এলোপাতাড়িভাবে মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবুল খায়ের এবং ফরহাদ হোসেনকে মৃত ঘোষণা করেন। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘বাবা ছেলেকে হত্যার ঘটনায় নিহত আবুল খায়েরের ছেলে রিফাত হোসেন বাদী হয়ে আজ শুক্রবার সকালে সাতজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। র‌্যাব গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করেছে। রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হবে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত