ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে জমির বিরোধকে কেন্দ্র করে বাবা-ছেলেকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার বিকেলে সাভার ও গাজীপুর থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কামাল হোসেন (৫২), তার স্ত্রী মোসা. জাহানারা (৪০), ছেলে মো. নাঈম (১৯) ও কামালের ১৫ বছর বয়সী এক ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। আজ শুক্রবার সকালে নিজ কার্যালয়ে র্যাব-১৪ এর কমান্ডার মহিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহত আবুল খায়েরের ছেলে রিফাত হোসেন বাদী হয়ে আজ শুক্রবার সকালে সাতজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
র্যাব-১৪ এর কমান্ডার মহিবুল ইসলাম খান বলেন, গত বুধবার ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই জামতলা কুদ্দুস চেয়ারম্যানের বাড়ির পাশে নিজ জমিতে আবুল খায়ের চাষাবাদ করছিলেন। তখন কামাল হোসেনের সঙ্গে জমি মাপামাপি নিয়ে তাঁর কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে কামাল হোসেনসহ অন্যরা ধারালো অস্ত্র দিয়ে আবুল খায়েরকে ছুরিকাঘাত করে। এতে আবুল খায়ের গুরুতর জখম হন। তাঁকে বাঁচাতে ছেলে ফরহাদ হোসেনসহ অন্যরা এগিয়ে আসলে সবাইকেই এলোপাতাড়িভাবে মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবুল খায়ের এবং ফরহাদ হোসেনকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘বাবা ছেলেকে হত্যার ঘটনায় নিহত আবুল খায়েরের ছেলে রিফাত হোসেন বাদী হয়ে আজ শুক্রবার সকালে সাতজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। র্যাব গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করেছে। রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হবে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’
ময়মনসিংহে জমির বিরোধকে কেন্দ্র করে বাবা-ছেলেকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার বিকেলে সাভার ও গাজীপুর থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কামাল হোসেন (৫২), তার স্ত্রী মোসা. জাহানারা (৪০), ছেলে মো. নাঈম (১৯) ও কামালের ১৫ বছর বয়সী এক ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। আজ শুক্রবার সকালে নিজ কার্যালয়ে র্যাব-১৪ এর কমান্ডার মহিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহত আবুল খায়েরের ছেলে রিফাত হোসেন বাদী হয়ে আজ শুক্রবার সকালে সাতজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
র্যাব-১৪ এর কমান্ডার মহিবুল ইসলাম খান বলেন, গত বুধবার ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই জামতলা কুদ্দুস চেয়ারম্যানের বাড়ির পাশে নিজ জমিতে আবুল খায়ের চাষাবাদ করছিলেন। তখন কামাল হোসেনের সঙ্গে জমি মাপামাপি নিয়ে তাঁর কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে কামাল হোসেনসহ অন্যরা ধারালো অস্ত্র দিয়ে আবুল খায়েরকে ছুরিকাঘাত করে। এতে আবুল খায়ের গুরুতর জখম হন। তাঁকে বাঁচাতে ছেলে ফরহাদ হোসেনসহ অন্যরা এগিয়ে আসলে সবাইকেই এলোপাতাড়িভাবে মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবুল খায়ের এবং ফরহাদ হোসেনকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘বাবা ছেলেকে হত্যার ঘটনায় নিহত আবুল খায়েরের ছেলে রিফাত হোসেন বাদী হয়ে আজ শুক্রবার সকালে সাতজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। র্যাব গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করেছে। রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হবে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’
রাজধানী কদমতলী পাটেরবাগ এলাকায় ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (৩০) নামে এক যুবক খুন হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাত সারে ১০টার দিকে বন্ধুরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৪ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছয়টি ফুটওভার ব্রিজ বা পদচারী-সেতু সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায়। রাতে যাতায়াতের জন্য সেতুগুলোতে নেই কোনো বাতির ব্যবস্থা। ফলে আঁধারের মধ্যেই সেখান দিয়ে এক্সপ্রেসওয়ের এক পাশ থেকে অপর পাশে যেতে হচ্ছে পথচারীদের।
৫ ঘণ্টা আগেভাঙন রোধে করা হয়েছিল নদী খনন; কিন্তু সেটাই এখন নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা নদীর তীরের মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। খননের পর নদীগর্ভে বিলীন হয়েছে উপজেলার তিনটি ইউনিয়নের মানুষের বসতভিটা, কৃষিজমি, বাঁধ, সড়ক ও সরকারি অবকাঠামো।
৫ ঘণ্টা আগেঅত্যন্ত ব্যয়বহুল ও সুরক্ষিত ‘চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পে’র (সিডিপিএল) কুমিল্লা ডিপোর দুটি ট্যাংকে পানি ঢুকে পড়েছে। এতে আলোড়ন সৃষ্টি হয় জ্বালানি খাতে।
৭ ঘণ্টা আগে