ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
বকেয়া বেতনের দাবিতে ময়মনসিংহের ভালুকায় মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় একটি কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার কাঁঠালী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কার্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করেন তাঁরা।
জানা গেছে, বিকেলে উপজেলার কাঁঠালী গ্রামে অবস্থিত রোর ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা এই অবরোধ করেন। প্রায় সোয়া ৩ ঘণ্টা চলা এই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকেরা জানান, কারখানাটিতে তিন মাসের বেতন বাকি রয়েছে। সেই বেতন আজ (বৃহস্পতিবার) পরিশোধ করার কথা ছিল; কিন্তু কর্তৃপক্ষ এদিন বেতন পরিশোধ না করায় এই অবরোধ করা হয়।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কারও মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহমুদ জানান, প্রশাসনের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষপের সঙ্গে যোগাযোগ করে ১০ দিনের মধ্যে বকেয়া পরিশোধ করা হবে।
শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ১৯ জানুয়ারির মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা হবে, এমন আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় বৃহস্পতিবার বিকালে রোর ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে কাঁঠালী পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর কার্যালয়ের সামনে ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক সোয়া ৩ ঘন্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে,উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী, থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। সোয়া ৩ ঘন্টা পর মহাসড়কে যানবাহন চলাচল শুরু হলে যানজটের অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে।
শ্রমিকরা জানায়, ভালুকা উপজেলার কাঁঠালী গ্রামে অবস্থিত রোর ফ্যাশন লিমিটেডে এক হাজার ৩৫০ জন শ্রমিক কর্মরত রয়েছে। গত ১১ ডিসেম্বর /২৪ ইং তারিখে কারখানা কর্তৃপক্ষ, স্টাফ ও শ্রমিকদের নিয়ে অক্টোবর, ও নভেম্বর/২৪ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ সংক্রান্ত এক মতবিনিময় সভা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ওই সভায় সেনাবাহিনীর প্রতিনিধি, ডিআইজি-কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ, কারখানার মালিক পক্ষের প্রতিনিধি এবং ৯ জন শ্রমিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। ওই সভায় বকেয়া বেতন-ভাতা আজ বৃহস্পতিবার পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছিল। কারখানা কর্তৃপক্ষ আজ বেতন পরিশোধ করেনি। ফলে আজ তারা বকেয়া বেতন ভাতার দাবীতে ঢাকা -ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে মহাসড়ক প্রায় সোয়া ৩ ঘন্টা অবরোধ করে রাখে।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কারো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, প্রশাসনের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষপের সাথে যোগাযোগ করে আগামী দশ দিনের মধ্যে বকেয়া পরিশোধ করা হবে।
শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, আগামী ১৯জানুয়ারির মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা হবে এমন আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
বকেয়া বেতনের দাবিতে ময়মনসিংহের ভালুকায় মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় একটি কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার কাঁঠালী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কার্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করেন তাঁরা।
জানা গেছে, বিকেলে উপজেলার কাঁঠালী গ্রামে অবস্থিত রোর ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা এই অবরোধ করেন। প্রায় সোয়া ৩ ঘণ্টা চলা এই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকেরা জানান, কারখানাটিতে তিন মাসের বেতন বাকি রয়েছে। সেই বেতন আজ (বৃহস্পতিবার) পরিশোধ করার কথা ছিল; কিন্তু কর্তৃপক্ষ এদিন বেতন পরিশোধ না করায় এই অবরোধ করা হয়।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কারও মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহমুদ জানান, প্রশাসনের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষপের সঙ্গে যোগাযোগ করে ১০ দিনের মধ্যে বকেয়া পরিশোধ করা হবে।
শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ১৯ জানুয়ারির মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা হবে, এমন আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় বৃহস্পতিবার বিকালে রোর ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে কাঁঠালী পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর কার্যালয়ের সামনে ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক সোয়া ৩ ঘন্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে,উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী, থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। সোয়া ৩ ঘন্টা পর মহাসড়কে যানবাহন চলাচল শুরু হলে যানজটের অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে।
শ্রমিকরা জানায়, ভালুকা উপজেলার কাঁঠালী গ্রামে অবস্থিত রোর ফ্যাশন লিমিটেডে এক হাজার ৩৫০ জন শ্রমিক কর্মরত রয়েছে। গত ১১ ডিসেম্বর /২৪ ইং তারিখে কারখানা কর্তৃপক্ষ, স্টাফ ও শ্রমিকদের নিয়ে অক্টোবর, ও নভেম্বর/২৪ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ সংক্রান্ত এক মতবিনিময় সভা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ওই সভায় সেনাবাহিনীর প্রতিনিধি, ডিআইজি-কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ, কারখানার মালিক পক্ষের প্রতিনিধি এবং ৯ জন শ্রমিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। ওই সভায় বকেয়া বেতন-ভাতা আজ বৃহস্পতিবার পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছিল। কারখানা কর্তৃপক্ষ আজ বেতন পরিশোধ করেনি। ফলে আজ তারা বকেয়া বেতন ভাতার দাবীতে ঢাকা -ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে মহাসড়ক প্রায় সোয়া ৩ ঘন্টা অবরোধ করে রাখে।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কারো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, প্রশাসনের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষপের সাথে যোগাযোগ করে আগামী দশ দিনের মধ্যে বকেয়া পরিশোধ করা হবে।
শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, আগামী ১৯জানুয়ারির মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা হবে এমন আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৩ ঘণ্টা আগে