ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে পিবিআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আব্দুল কাইয়ুম ওরফে অনিক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ।
আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অনিক উচাখিলা ইউনিয়নের চর আলগী গ্রামের আব্দুস সালামের ছেলে।
পিবিআই জানায়, গত সোমবার জেলার ঈশ্বরগঞ্জের উচাখিলার সেবা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. আব্দুর রাশেদ ওরফে রাশিদুল ইসলাম রাশিদের (৩০) মোবাইল নম্বরে কল দেন আব্দুল কাইয়ুম ওরফে অনিক। ফোনে তিনি নিজেকে পিবিআই পুলিশের উপপরিদর্শক ফারদিন আহমেদ পরিচয় দেয়। পরিচয় দিয়ে জানায়, ‘তোমার (রাশিদ) নামে পিবিআইয়ে মামলা হয়েছে তুমি আমাদের নগদ অথবা বিকাশ নম্বরে ৫০ হাজার টাকা পাঠাও, মামলাটি আমরা এখন শেষ করে দেব।’ একই সঙ্গে মামলার কপি দেওয়ার জন্য রাশিদের কাছে ইমো নম্বর চায় অনিক। ইমো নম্বর দিলে পুলিশের মনোগ্রামযুক্ত একটি ভুয়া প্রাথমিক তথ্য বিবরণীর কপি পাঠান তিনি।
ওই কপিতে মামলার তদন্তকারী কর্মকর্তার কলামে উপপরিদর্শক ফারদিন আহমেদের নাম লেখা ছিল। পরদিন মঙ্গলবার সকালে আবারও ফারদিন আহমেদ পরিচয়ে টাকা পাঠানোর জন্য রাশিদের কাছে ফোন করে এবং টাকা না পাঠালে গ্রেপ্তার করে ময়মনসিংহ পিবিআই পুলিশের কার্যালয়ে তুলে আনার হুমকি দেয়।
আরও জানানো হয়, রাশিদ বিষয়টি নিয়ে তার পরিচিতদের সঙ্গে পরামর্শ করে ময়মনসিংহ পিবিআই কার্যালয়ে যোগাযোগ করেন। পরে ময়মনসিংহ কার্যালয় থেকে রাশিদকে জানানো হয়, ফারদিন আহমেদ নামে কোনো পুলিশ কর্মকর্তা এখানে কর্মরত নেই। তখন রাশিদুল ইসলাম জেলা পিবিআই পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বরাবরে একটি লিখিত অভিযোগ দেন। পরে পিবিআই উপপরিদর্শক (এসআই) অমিতাভ দাস তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আব্দুল কাইয়ুম ওরফে অনিককে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, ‘পিবিআইয়ের নামে প্রতারণা, এটি একটি দুঃসাহসিক ও চাঞ্চল্যকর ঘটনা। প্রতারক চক্রের অন্যতম প্রধান আসামি আব্দুল কাইয়ুম অনিককে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শুক্রবার) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রতারক চক্রের বাকি সদস্যদেরও চিহ্নিত করা হয়েছে। খুব দ্রুত সবাইকে আইনের আওতায় আনা হবে।’
এসপি আরও বলেন, ‘এই মামলার প্রতারক চক্রের সদস্যরা বৃহত্তর ময়মনসিংহে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, জাল-জালিয়াতিসহ ডিজিটাল প্রতারণার সঙ্গে জড়িত। তাদের নামে আরও প্রতারণার মামলা-মোকদ্দমা রয়েছে।’
ময়মনসিংহে পিবিআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আব্দুল কাইয়ুম ওরফে অনিক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ।
আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অনিক উচাখিলা ইউনিয়নের চর আলগী গ্রামের আব্দুস সালামের ছেলে।
পিবিআই জানায়, গত সোমবার জেলার ঈশ্বরগঞ্জের উচাখিলার সেবা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. আব্দুর রাশেদ ওরফে রাশিদুল ইসলাম রাশিদের (৩০) মোবাইল নম্বরে কল দেন আব্দুল কাইয়ুম ওরফে অনিক। ফোনে তিনি নিজেকে পিবিআই পুলিশের উপপরিদর্শক ফারদিন আহমেদ পরিচয় দেয়। পরিচয় দিয়ে জানায়, ‘তোমার (রাশিদ) নামে পিবিআইয়ে মামলা হয়েছে তুমি আমাদের নগদ অথবা বিকাশ নম্বরে ৫০ হাজার টাকা পাঠাও, মামলাটি আমরা এখন শেষ করে দেব।’ একই সঙ্গে মামলার কপি দেওয়ার জন্য রাশিদের কাছে ইমো নম্বর চায় অনিক। ইমো নম্বর দিলে পুলিশের মনোগ্রামযুক্ত একটি ভুয়া প্রাথমিক তথ্য বিবরণীর কপি পাঠান তিনি।
ওই কপিতে মামলার তদন্তকারী কর্মকর্তার কলামে উপপরিদর্শক ফারদিন আহমেদের নাম লেখা ছিল। পরদিন মঙ্গলবার সকালে আবারও ফারদিন আহমেদ পরিচয়ে টাকা পাঠানোর জন্য রাশিদের কাছে ফোন করে এবং টাকা না পাঠালে গ্রেপ্তার করে ময়মনসিংহ পিবিআই পুলিশের কার্যালয়ে তুলে আনার হুমকি দেয়।
আরও জানানো হয়, রাশিদ বিষয়টি নিয়ে তার পরিচিতদের সঙ্গে পরামর্শ করে ময়মনসিংহ পিবিআই কার্যালয়ে যোগাযোগ করেন। পরে ময়মনসিংহ কার্যালয় থেকে রাশিদকে জানানো হয়, ফারদিন আহমেদ নামে কোনো পুলিশ কর্মকর্তা এখানে কর্মরত নেই। তখন রাশিদুল ইসলাম জেলা পিবিআই পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বরাবরে একটি লিখিত অভিযোগ দেন। পরে পিবিআই উপপরিদর্শক (এসআই) অমিতাভ দাস তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আব্দুল কাইয়ুম ওরফে অনিককে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, ‘পিবিআইয়ের নামে প্রতারণা, এটি একটি দুঃসাহসিক ও চাঞ্চল্যকর ঘটনা। প্রতারক চক্রের অন্যতম প্রধান আসামি আব্দুল কাইয়ুম অনিককে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শুক্রবার) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রতারক চক্রের বাকি সদস্যদেরও চিহ্নিত করা হয়েছে। খুব দ্রুত সবাইকে আইনের আওতায় আনা হবে।’
এসপি আরও বলেন, ‘এই মামলার প্রতারক চক্রের সদস্যরা বৃহত্তর ময়মনসিংহে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, জাল-জালিয়াতিসহ ডিজিটাল প্রতারণার সঙ্গে জড়িত। তাদের নামে আরও প্রতারণার মামলা-মোকদ্দমা রয়েছে।’
চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
৩ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৪ মিনিট আগেযশোরের অভয়নগরে বিলের মধ্যে সড়কের পাশে অটো ভ্যানের এক চালকের লাশ পাওয়া গেছে। পুলিশের ধারণা, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে নির্জন জায়গায় নিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত চালকের নাম লিমন শেখ (২৫)। তিনি নওয়াপাড়া পৌর শহরের বুইকরা এলাকার কাসেম শেখের ছেলে।
৮ মিনিট আগেগত শনিবার (৯ আগস্ট) বিকেলে দিনেশ বেসরার খালাতো ভাইয়ের মেয়ের বিবাহের অনুষ্ঠানে মা-বাবার সঙ্গে পূর্ব জয়দেবপুর গ্রামে যায় শিশু লিলিসা। ওই দিন বিকেল ৫টার দিকে অনুষ্ঠানে থাকা অবস্থায় প্রতিবেশী ইলিজাস মার্ডি (প্রধান আসামি) শিশুটিকে দোকান থেকে কিছু কিনে দেওয়ার কথা বলে মায়ের কোল থেকে নিয়ে যান।
১১ মিনিট আগে