নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে স্কুলের বারান্দায় মাদক সেবন করছিলেন কয়েক যুবক। বিষয়টি দেখে স্থানীয় ১০-১২ জন তরুণ বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ৪ তরুণকে কুপিয়ে জখম করেছেন মাদকসেবীরা। এ ঘটনা ঘটেছে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের রামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।
এ ঘটনায় ৪ তরুণকে উদ্ধার করে পাশের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। রাফিন মিয়া নামের এক তরুণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আজ মঙ্গলবার বিকেলে নান্দাইল মডেল থানায় মাদকসেবীসহ ৮ জনকে অভিযুক্ত করে অভিযোগ করেছেন আহত রাফিন মিয়ার পিতা মো. রোস্তম আলী।
নান্দাইল মডেল থানার অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রামদী গ্রামের রাকিব মিয়া (২০), দেলোয়ার (২১), সিয়াম মিয়া (২০) আশিক (২০), নাঈম (২৫), কাইয়ুম (২৩) নামের কয়েক যুবক দেশীয় অস্ত্র নিয়ে স্কুলের মাঠে মাদক সেবক করছিলেন।
এ সময় একই গ্রামের ১০-১২ জন তরুণ বাধা দিলে উত্তেজিত হয়ে মাদকসেবীরা হামলা করেন। এতে রাফিন মিয়া (১৬), মাহমুদুল হাসান ফাহিম (১৭), নুরুল আমিন (১৭), আতিকুল ইসলামকে (২২) কুপিয়ে মারাত্মক জখম করা হয়। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে রাফিন মিয়া নামের একজনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। অভিযুক্ত রাকিবের মা শিরিন আক্তার বলেন, ‘ছেলে স্কুলের মাঠে ক্যারম খেলছিল। তাই বাগ্বিতণ্ডা হয়েছিল।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ময়মনসিংহের নান্দাইলে স্কুলের বারান্দায় মাদক সেবন করছিলেন কয়েক যুবক। বিষয়টি দেখে স্থানীয় ১০-১২ জন তরুণ বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ৪ তরুণকে কুপিয়ে জখম করেছেন মাদকসেবীরা। এ ঘটনা ঘটেছে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের রামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।
এ ঘটনায় ৪ তরুণকে উদ্ধার করে পাশের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। রাফিন মিয়া নামের এক তরুণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আজ মঙ্গলবার বিকেলে নান্দাইল মডেল থানায় মাদকসেবীসহ ৮ জনকে অভিযুক্ত করে অভিযোগ করেছেন আহত রাফিন মিয়ার পিতা মো. রোস্তম আলী।
নান্দাইল মডেল থানার অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রামদী গ্রামের রাকিব মিয়া (২০), দেলোয়ার (২১), সিয়াম মিয়া (২০) আশিক (২০), নাঈম (২৫), কাইয়ুম (২৩) নামের কয়েক যুবক দেশীয় অস্ত্র নিয়ে স্কুলের মাঠে মাদক সেবক করছিলেন।
এ সময় একই গ্রামের ১০-১২ জন তরুণ বাধা দিলে উত্তেজিত হয়ে মাদকসেবীরা হামলা করেন। এতে রাফিন মিয়া (১৬), মাহমুদুল হাসান ফাহিম (১৭), নুরুল আমিন (১৭), আতিকুল ইসলামকে (২২) কুপিয়ে মারাত্মক জখম করা হয়। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে রাফিন মিয়া নামের একজনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। অভিযুক্ত রাকিবের মা শিরিন আক্তার বলেন, ‘ছেলে স্কুলের মাঠে ক্যারম খেলছিল। তাই বাগ্বিতণ্ডা হয়েছিল।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
গাজীপুরের টঙ্গীতে হানিফ উদ্দিন (৫০) নামে এক কলেজশিক্ষককে মারধর করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
১৩ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু তোলার অপরাধে ১৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। আজ রোববার সকালে পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল এ
১৯ মিনিট আগেচাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ যেন মজা পুকুরে পরিণত হয়েছে। টানা বৃষ্টিপাত ও সঠিকভাবে পানি নিষ্কাশনব্যবস্থার অভাবে মাঠটি অনেক দিন ধরে পানিতে তলিয়ে আছে। স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিদিনই।
২৪ মিনিট আগেবগুড়ায় পরিবেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে সরকারি রাস্তার পাশের ১৩৬টি ইউক্যালিপটাস ও আকাশমণিগাছ বিক্রি করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। এদিকে সেই গাছের সঙ্গে বনজ ও ঔষধি গাছ মিলে দেড় শতাধিক গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা-কর্মীর বিরুদ্ধে...
৩৯ মিনিট আগে