এম কে দোলন বিশ্বাস, ইসলামপুর (জামালপুর)
জামালপুরের ইসলামপুর পৌরসভার পুরোনো পাথরঘাটা এলাকায় বাইপাস রোডের পাশে ফেলা হচ্ছে আবর্জনা। পৌর কর্তৃপক্ষের রাখা আবর্জনার স্তূপ দিনে দিনে বড় হচ্ছে। এতে দুর্গন্ধ ছড়ানোয় নাক চেপে সড়কে যাতায়াত করছেন পথচারী।
খোদ পৌর এলাকায় অনেক পরিমাণের আবর্জনা দেখে হতবাক হচ্ছেন স্থানীয় সচেতন মহলসহ পথচারী। আবর্জনা কয়েক বছর ধরে রাখা হলেও সম্প্রতি স্তূপের আকার বাড়তে থাকায় বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনা হচ্ছে। পৌর মেয়র বলছেন, ‘শিগগিরই সমস্যা সমাধান করা হবে।’ স্থানীয় লোকজন জানান, শিগগিরই আবর্জনা অপসারণ করা না হলে সড়কে যাতায়াতে সমস্যা বাড়বে।
পৌরসভা কার্যালয় থেকে জানা গেছে, অনেক দিন ধরে পাটনীপাড়া পাথরঘাটা এলাকায় বাইপাস রোডের পাশে আবর্জনা ফেলে আসছে পৌর কর্তৃপক্ষ। এর আগে ট্রাকে করে আবর্জনা ফেলা হতো ব্রহ্মপুত্র নদে। অনেক দিন ধরে পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গাড়িতে করে আবর্জনা ফেলা হচ্ছে ওই সড়কের পাশে।
সরেজমিনে দেখা গেছে, জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের পাশে পাটনীপাড়া পাথরঘাঁটি এলাকায় স্তূপ হয়ে আছে আবর্জনা। প্রতিদিনই পৌর শহরবাসীর বিভিন্ন স্থানে ফেলানো মিশ্রিত আবর্জনার ওই স্তূপের আকার বাড়ছে। বৃষ্টির পানিতে আবর্জনার পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে সড়কের আশপাশের এলাকাজুড়ে। আবর্জনার দুর্গন্ধে সড়কে যাতায়াতে পথচারীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। দিনরাত সড়কে যাতায়াত করে হাজার হাজার যানবাহন এবং পথচারী। আবর্জনার দুর্গন্ধে এড়াতে পাথচারী নাক চেপে ধরে সড়কে যাতায়াত করেন।
পাটনীপাড়া এলাকার বাসিন্দা কৃষক আকবর আলী বলেন, ‘আবর্জনার দুর্গন্ধে সড়কে যাতায়াতে দুর্ভোগের শিকার হওয়াসহ বসতবাড়িতেও থাকা যাচ্ছে না। বাতাস বইয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় দুর্গন্ধের মাত্রা। শিগগিরই আবর্জনা অপসারণ করা না হলে আরও সমস্যা হবে।’
পৌর শহরের ধর্মকুড়া এলাকার কলেজ শিক্ষার্থী রাসেল মিয়া ও পারভীন আক্তার এবং ব্যবসায়ী সোহেল মিয়া বলেন, ‘আশপাশের এলাকাজুড়ে আবর্জনা দুর্গন্ধ ছড়াচ্ছে। বিশেষ করে পূর্ব দিকে থেকে বাতাস বইলে দুর্গন্ধের মাত্রা বেড়ে যায়। এতে বসবাস করা কষ্ট হচ্ছে।’
স্থানীয় মানুষের দুর্ভোগ হওয়ায় আবর্জনা দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন বলে জানান স্থানীয় স্বেচ্ছাসেবী দরিয়াবাদ সেবা সংগঠনের সভাপতি মো. সাজু মিয়া।
পৌর মেয়র আব্দুল কাদের সেখ বলেন, ‘বাইপাস সড়ক থেকে আবর্জনার স্তূপ সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পৌর শহরের আবর্জনা নির্ধারিত জায়গায় রাখতে ইতিমধ্যে জমি বন্দোবস্ত করা হয়েছে। আশা রাখি, খুব দ্রুতই সমস্যা সমাধান হয়ে যাবে।’
জামালপুরের ইসলামপুর পৌরসভার পুরোনো পাথরঘাটা এলাকায় বাইপাস রোডের পাশে ফেলা হচ্ছে আবর্জনা। পৌর কর্তৃপক্ষের রাখা আবর্জনার স্তূপ দিনে দিনে বড় হচ্ছে। এতে দুর্গন্ধ ছড়ানোয় নাক চেপে সড়কে যাতায়াত করছেন পথচারী।
খোদ পৌর এলাকায় অনেক পরিমাণের আবর্জনা দেখে হতবাক হচ্ছেন স্থানীয় সচেতন মহলসহ পথচারী। আবর্জনা কয়েক বছর ধরে রাখা হলেও সম্প্রতি স্তূপের আকার বাড়তে থাকায় বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনা হচ্ছে। পৌর মেয়র বলছেন, ‘শিগগিরই সমস্যা সমাধান করা হবে।’ স্থানীয় লোকজন জানান, শিগগিরই আবর্জনা অপসারণ করা না হলে সড়কে যাতায়াতে সমস্যা বাড়বে।
পৌরসভা কার্যালয় থেকে জানা গেছে, অনেক দিন ধরে পাটনীপাড়া পাথরঘাটা এলাকায় বাইপাস রোডের পাশে আবর্জনা ফেলে আসছে পৌর কর্তৃপক্ষ। এর আগে ট্রাকে করে আবর্জনা ফেলা হতো ব্রহ্মপুত্র নদে। অনেক দিন ধরে পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গাড়িতে করে আবর্জনা ফেলা হচ্ছে ওই সড়কের পাশে।
সরেজমিনে দেখা গেছে, জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের পাশে পাটনীপাড়া পাথরঘাঁটি এলাকায় স্তূপ হয়ে আছে আবর্জনা। প্রতিদিনই পৌর শহরবাসীর বিভিন্ন স্থানে ফেলানো মিশ্রিত আবর্জনার ওই স্তূপের আকার বাড়ছে। বৃষ্টির পানিতে আবর্জনার পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে সড়কের আশপাশের এলাকাজুড়ে। আবর্জনার দুর্গন্ধে সড়কে যাতায়াতে পথচারীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। দিনরাত সড়কে যাতায়াত করে হাজার হাজার যানবাহন এবং পথচারী। আবর্জনার দুর্গন্ধে এড়াতে পাথচারী নাক চেপে ধরে সড়কে যাতায়াত করেন।
পাটনীপাড়া এলাকার বাসিন্দা কৃষক আকবর আলী বলেন, ‘আবর্জনার দুর্গন্ধে সড়কে যাতায়াতে দুর্ভোগের শিকার হওয়াসহ বসতবাড়িতেও থাকা যাচ্ছে না। বাতাস বইয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় দুর্গন্ধের মাত্রা। শিগগিরই আবর্জনা অপসারণ করা না হলে আরও সমস্যা হবে।’
পৌর শহরের ধর্মকুড়া এলাকার কলেজ শিক্ষার্থী রাসেল মিয়া ও পারভীন আক্তার এবং ব্যবসায়ী সোহেল মিয়া বলেন, ‘আশপাশের এলাকাজুড়ে আবর্জনা দুর্গন্ধ ছড়াচ্ছে। বিশেষ করে পূর্ব দিকে থেকে বাতাস বইলে দুর্গন্ধের মাত্রা বেড়ে যায়। এতে বসবাস করা কষ্ট হচ্ছে।’
স্থানীয় মানুষের দুর্ভোগ হওয়ায় আবর্জনা দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন বলে জানান স্থানীয় স্বেচ্ছাসেবী দরিয়াবাদ সেবা সংগঠনের সভাপতি মো. সাজু মিয়া।
পৌর মেয়র আব্দুল কাদের সেখ বলেন, ‘বাইপাস সড়ক থেকে আবর্জনার স্তূপ সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পৌর শহরের আবর্জনা নির্ধারিত জায়গায় রাখতে ইতিমধ্যে জমি বন্দোবস্ত করা হয়েছে। আশা রাখি, খুব দ্রুতই সমস্যা সমাধান হয়ে যাবে।’
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
২ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে