ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে দখলে থাকা ৬ কোটি টাকা মূল্যের খাসজমি উদ্ধার করা হয়েছে। গত তিন মাস অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. হাফিজা জেসমিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এসব খাসজমি উদ্ধার করেন। উদ্ধার হওয়া এসব খাসজমিতে ভূমিহীন ও গৃহহীনদের বসবাসের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, গত তিন মাসে পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের মৌজা থেকে মোট ৩ দশমিক ৪৫ একর খাসজমি উদ্ধার করা হয়। এর মধ্যে পৌর এলাকার দত্তপাড়া মৌজা থেকে শূন্য দশমিক ২২ একর, শিমরাইল থেকে শূন্য দশমিক ৬২ একর এবং পাইভাকুরী থেকে শূন্য দশমিক ৭৯ একর খাসজমি স্থানীয় প্রভাবশালীদের দখল থেকে উদ্ধার করা হয়। এ ছাড়া ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের ভাইদগাঁও মৌজা থেকে শূন্য দশমিক ২৬ একর, আঠারবাড়ী ইউনিয়নের মধুপুর মৌজা থেকে শূন্য দশমিক ২০ একর, মগটুলা ইউনিয়নের নওপাড়া মৌজায় শূন্য দশমিক ২০ একর ও ছাতিয়ানতলা বৈরাটি মৌজায় শূন্য দশমিক ২৭ একর খাসজমি উদ্ধার করা হয়।
অন্যদিকে রাজিবপুর ইউনিয়নের চর নওপাড়া মৌজায় শূন্য দশমিক ৬৩ একর, তারুন্দিয়া ইউনিয়নে সরতাজ বয়রা মৌজায় শূন্য দশমিক ১১ একর ও বড়হিত ইউনিয়নের পাড়া নারায়ণপুর মৌজা থেকে শূন্য দশমিক ১৫ একর খাসজমি উদ্ধার করা হয়। স্থানীয় মৌজা দর অনুযায়ী উদ্ধার হওয়া এসব জমির মোট আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।
এ বিষয়ে মাহবুবুর রহমান জানান, ওই জমিগুলো অবৈধভাবে ব্যক্তি দখলে ছিল। নায়েব ও সার্ভেয়ারদের মাধ্যমে প্রথমে খাসজমিগুলো চিহ্নিত করা হয়। পরে উপজেলা প্রশাসন, থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতায় ওই সব জমি উদ্ধার করা হয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে দখলে থাকা ৬ কোটি টাকা মূল্যের খাসজমি উদ্ধার করা হয়েছে। গত তিন মাস অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. হাফিজা জেসমিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এসব খাসজমি উদ্ধার করেন। উদ্ধার হওয়া এসব খাসজমিতে ভূমিহীন ও গৃহহীনদের বসবাসের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, গত তিন মাসে পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের মৌজা থেকে মোট ৩ দশমিক ৪৫ একর খাসজমি উদ্ধার করা হয়। এর মধ্যে পৌর এলাকার দত্তপাড়া মৌজা থেকে শূন্য দশমিক ২২ একর, শিমরাইল থেকে শূন্য দশমিক ৬২ একর এবং পাইভাকুরী থেকে শূন্য দশমিক ৭৯ একর খাসজমি স্থানীয় প্রভাবশালীদের দখল থেকে উদ্ধার করা হয়। এ ছাড়া ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের ভাইদগাঁও মৌজা থেকে শূন্য দশমিক ২৬ একর, আঠারবাড়ী ইউনিয়নের মধুপুর মৌজা থেকে শূন্য দশমিক ২০ একর, মগটুলা ইউনিয়নের নওপাড়া মৌজায় শূন্য দশমিক ২০ একর ও ছাতিয়ানতলা বৈরাটি মৌজায় শূন্য দশমিক ২৭ একর খাসজমি উদ্ধার করা হয়।
অন্যদিকে রাজিবপুর ইউনিয়নের চর নওপাড়া মৌজায় শূন্য দশমিক ৬৩ একর, তারুন্দিয়া ইউনিয়নে সরতাজ বয়রা মৌজায় শূন্য দশমিক ১১ একর ও বড়হিত ইউনিয়নের পাড়া নারায়ণপুর মৌজা থেকে শূন্য দশমিক ১৫ একর খাসজমি উদ্ধার করা হয়। স্থানীয় মৌজা দর অনুযায়ী উদ্ধার হওয়া এসব জমির মোট আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।
এ বিষয়ে মাহবুবুর রহমান জানান, ওই জমিগুলো অবৈধভাবে ব্যক্তি দখলে ছিল। নায়েব ও সার্ভেয়ারদের মাধ্যমে প্রথমে খাসজমিগুলো চিহ্নিত করা হয়। পরে উপজেলা প্রশাসন, থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতায় ওই সব জমি উদ্ধার করা হয়েছে।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২০ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৫ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩০ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে