Ajker Patrika

৬ দিন থানায় ঘুরে আদালতের আদেশে গরু ফেরত পেলেন কৃষক

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
৬ দিন থানায় ঘুরে আদালতের আদেশে গরু ফেরত পেলেন কৃষক

জামালপুরের ইসলামপুর আদালতের আদেশে থানা–পুলিশের কাছ থেকে ছয় দিন পর দুটি গরু ফেরত পেলেন কৃষক বকুল মিয়া। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে থানা–পুলিশ তাঁকে গরু বুঝিয়ে দেন। 

গত ২৩ সেপ্টেম্বর বিকেলে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মালমারা গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে কৃষক বকুল মিয়ার দুটি গরু জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। 

গত ৫ মে পাশের নাপিতেরচর গো–হাট থেকে ১ লাখ ১৫ হাজার টাকায় বাছুরসহ একটি গাভি কেনেন বকুল মিয়া। হাট ইজারাদারের রসিদও তাঁর কাছে রয়েছে। অর্থ সংকটে পড়ায় বাছুরটি রেখে পাশের মোহাম্মদপুর গ্রামের এক ব্যক্তির কাছে গাভিটি ৫০ হাজার টাকায় বিক্রি করেন তিনি। 

এদিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কান্দারচর ভাটিয়াপাড়া গ্রামের দুদু শেখ থানায় অভিযোগ দেন, তাঁর চুরি হওয়া গরু মোহাম্মদপুর গ্রামে পাওয়া গেছে। এমন খবরের ভিত্তিতে ইসলামপুর থানার পুলিশ গিয়ে গত শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বকুল মিয়ার বিক্রীত গাভি ও বাছুর জব্দ করে থানায় নেয়।

ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, চারটি গরু চুরি হওয়ায় গত বছরের ২৯ নভেম্বর ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন দুদু শেখ। জিডিতে উল্লেখ করা হয়, চুরি হওয়া গরুগুলোর মধ্যে লাল–কালো রঙের একটি গাভিও ছিল। কিন্তু জিডির বর্ণনা অনুযায়ী জব্দ গরু দুটি দুদু শেখের নয় বলে প্রমাণিত হয়। এরপরও গরু দুটি বকুলকে বুঝিয়ে না দিয়ে গত মঙ্গলবার দুপুরে গরুর প্রকৃত মালিক যাচাই–বাছাইয়ের জন্য কিছু কাগজপত্র আদালতে পাঠায় পুলিশ। বকুল মিয়া আদালতে গিয়ে আইনি জটিলতায় গরুর মালিকানা না পেয়ে শূন্য হাতে বাড়ি ফেরেন। 

ভুক্তভোগী কৃষক বকুল মিয়া বলেন, ‘নিজের গরুর মালিক হয়েও ফের মালিকানা প্রতিষ্ঠিত করতে অনেক বেগ পেতে হয়েছে। তবুও গরু ফেরত পেয়ে আনন্দ হচ্ছে।’ 

ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ‘আজ বিকেলে আদালত থেকে গরুর মালিকানা বিষয়ে একটি আদেশ থানায় পাঠানো হয়। আদালতের আদেশ অনুযায়ী গরু প্রকৃত মালিক বকুল মিয়াকে থানায় ডেকে এনে ওসি স্যারে কাছে হাজির করি। পরে ওসি স্যার তাঁকে গরু বুঝিয়ে দেন।’ 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘প্রকৃত মালিক যাতে গরু পান, সে ব্যাপারে আইন অনুসারে ব্যবস্থা নিতে একটু সময় লেগেছে। আদালতের আদেশ মোতাবেক প্রকৃত মালিককে গরু বুঝিয়ে দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত