ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিএনপিকে ‘অবৈধ দল’ বলায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর-২ ইসলামপুর আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সুলতান মাহমুদ বাবু। আজ রোববার বিকেলে মোবাইল ফোনে স্থানীয় সাংবাদিকদের তিনি এই প্রতিক্রিয়া জানান।
এর আগে দুপুরে জামালপুরের ইসলামপুরে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিএনপিকে অবৈধ দল বলে আখ্যা দেন। খবরটি আজকের পত্রিকার অনলাইন ভার্সনে দেখতে পান বিএনপি নেতা সুলতান মাহমুদ বাবু।
পরে মোবাইল ফোনে স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, ‘দীপু মনি বিএনপিকে নিয়ে বিষোদ্গার করেছেন। যা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। মনে রাখতে হবে, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি মানেই গণমানুষের দল। বিএনপি মানেই জনগণের আস্থা। বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় না। বরং বাংলাদেশের মানুষ জানে, দীপু মনির দল আওয়ামী লীগই পেছনের দরজা দিয়ে ক্ষমতা জবরদখল করে রেখেছে। দেশের মানুষ তাদের ভোট দেয়নি।’
সুলতান মাহমুদ বাবু আরও বলেন, ‘দীপু মনিরা পুরো দেশকে আজ বৃহত্তর কারাগারে পরিণত করেছে। ক্ষমতাকে কুক্ষিগত করে আওয়ামী নেতারা এখন বড় বড় কথা বলছেন। তাঁরা জনগণের কণ্ঠ স্তব্ধ করে দিতে চান। আওয়ামী লীগের হীন কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই গায়েবি মামলা দেন দীপু মনিরা। কাজেই দীপু মনি যা বলেছে, তা সবই মিথ্যা।’
সাবেক এই এমপি বলেন, ‘চোরের মায়ের বড় গলা। দীপু মনিরা ভোট ডাকাতি করে ক্ষমতা জবরদখলে রেখে এখন বড় বড় ফাঁকা বয়ান ছড়াচ্ছেন। জনগণ তাঁদের ফাঁকা বয়ান বিশ্বাস করে না। বরং দীপু মনিদের অনেক আগেই জনগণ প্রত্যাখ্যান করেছে। ২০১৪ সালে দীপু মনিরা ১৫৪ আসনে ফাঁকা মাঠে জয়ী হয়ে ২০১৮ সালের নির্বাচনের নামে ক্ষমতা জবরদখল করেছে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগই সন্ত্রাসবাদের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে দেশকে পিছিয়ে দিচ্ছে। তারা দেশের উন্নয়ন চায় না। এ দেশের শান্তিশৃঙ্খলা উন্নয়ন আর গণতন্ত্র নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আমরা দীপু মনির কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিএনপিকে ‘অবৈধ দল’ বলায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর-২ ইসলামপুর আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সুলতান মাহমুদ বাবু। আজ রোববার বিকেলে মোবাইল ফোনে স্থানীয় সাংবাদিকদের তিনি এই প্রতিক্রিয়া জানান।
এর আগে দুপুরে জামালপুরের ইসলামপুরে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিএনপিকে অবৈধ দল বলে আখ্যা দেন। খবরটি আজকের পত্রিকার অনলাইন ভার্সনে দেখতে পান বিএনপি নেতা সুলতান মাহমুদ বাবু।
পরে মোবাইল ফোনে স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, ‘দীপু মনি বিএনপিকে নিয়ে বিষোদ্গার করেছেন। যা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। মনে রাখতে হবে, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি মানেই গণমানুষের দল। বিএনপি মানেই জনগণের আস্থা। বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় না। বরং বাংলাদেশের মানুষ জানে, দীপু মনির দল আওয়ামী লীগই পেছনের দরজা দিয়ে ক্ষমতা জবরদখল করে রেখেছে। দেশের মানুষ তাদের ভোট দেয়নি।’
সুলতান মাহমুদ বাবু আরও বলেন, ‘দীপু মনিরা পুরো দেশকে আজ বৃহত্তর কারাগারে পরিণত করেছে। ক্ষমতাকে কুক্ষিগত করে আওয়ামী নেতারা এখন বড় বড় কথা বলছেন। তাঁরা জনগণের কণ্ঠ স্তব্ধ করে দিতে চান। আওয়ামী লীগের হীন কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই গায়েবি মামলা দেন দীপু মনিরা। কাজেই দীপু মনি যা বলেছে, তা সবই মিথ্যা।’
সাবেক এই এমপি বলেন, ‘চোরের মায়ের বড় গলা। দীপু মনিরা ভোট ডাকাতি করে ক্ষমতা জবরদখলে রেখে এখন বড় বড় ফাঁকা বয়ান ছড়াচ্ছেন। জনগণ তাঁদের ফাঁকা বয়ান বিশ্বাস করে না। বরং দীপু মনিদের অনেক আগেই জনগণ প্রত্যাখ্যান করেছে। ২০১৪ সালে দীপু মনিরা ১৫৪ আসনে ফাঁকা মাঠে জয়ী হয়ে ২০১৮ সালের নির্বাচনের নামে ক্ষমতা জবরদখল করেছে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগই সন্ত্রাসবাদের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে দেশকে পিছিয়ে দিচ্ছে। তারা দেশের উন্নয়ন চায় না। এ দেশের শান্তিশৃঙ্খলা উন্নয়ন আর গণতন্ত্র নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আমরা দীপু মনির কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’
রাজারহাটে জামায়াতের সহযোগী সংগঠনের এক নেতার ‘কলিজা টেনে ছিঁড়ে ফেলা’ ও তাঁর দলকে (জামায়াত) নিশ্চিহ্ন করার হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত ওই চিঠি পাঠানো হয়।
১৭ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ববিরোধ ও এক নারীর দিকে তাকানোর ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে উপজেলার চানমনিপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা
৩২ মিনিট আগেবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেছেন, ‘দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, নিরাপত্তা কোন জায়গায় যাবে সেটি জনগণের কাছে পরিষ্কার না করে আপনি করিডর দিতে চাচ্ছেন? আপনাকে জনগণের মানসিকতা অনুযায়ী কাজ করতে হবে। যেখানে দেশ ও মানুষ বিপন্ন হতে পারে, সেই ধরনের পদক্ষেপ নেওয়া
৩৯ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসের (মে দিবস) শোভাযাত্রায় বিএনপির দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এতে উপজেলা শহরে শ্রমিক দলের দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে শ্রমিক দলের নেতা–কর্মীরা...
১ ঘণ্টা আগে