Ajker Patrika

গফরগাঁওয়ে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ১ জন নিহত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৪: ১১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ফাতেমা আক্তার (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর বোন সেলিনা আক্তার (৫০) ও ভাগনি টুনি আক্তার (১৮)। গতকাল বুধবার রাত ৮টার দিকে গফরগাঁও-ভালুকা আঞ্চলিক মহাসড়কের ভারইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা আক্তার উপজেলার যশরা ইউনিয়নের বখুরা গ্রামের আব্দুল কাদিরের স্ত্রী।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিহত ফাতেমা আক্তার ছোট বোন ও ভাগনিকে নিয়ে পৌর শহর থেকে ডাক্তার দেখিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে বাড়ি ফিরছিলেন। গফরগাঁও-ভালুকা আঞ্চলিক মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। তাতে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফাতেমা আক্তারকে মৃত ঘোষণা করেন।

ওসি শিবিরুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার ফারহানা ফারুক বৃষ্টি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত ফাতেমা আক্তারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত