Ajker Patrika

মাদারগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
মাদারগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে মাহেন্দ্র ট্রাক্টরের ধাক্কায় হালিমন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ সোমবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকার তেঘরিয়া-পাকরুল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. আজাদ। এ ঘটনায় পর চালক পালিয়ে গেছেন। হালিমন তেঘরিয়া এলাকার মৃত ইলেমউদ্দিনের স্ত্রী। অভাব অনটনের কারণে তিনি ভিক্ষা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হালিমন প্রতিদিনের মতো সোমবার ভিক্ষার উদ্দেশ্যে বের হয়েছিলেন। দুর্ঘটনায় সময় রাস্তা পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় পাকরুল থেকে আসা মাটিবোঝাই মাহেন্দ্র ট্রাক্টর হালিমনকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে তাঁর মেয়ের বাড়িতে নিলে সেখানে তিনি মারা যান। মাহেন্দ্র ট্রাক্টরটি ওই ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলামের বলে জানান স্থানীয়রা। 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে থেকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত