Ajker Patrika

গৌরীপুরে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৮৭

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ১৫
গৌরীপুরে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৮৭

ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুতের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের পর অভিযুক্তদের বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি গ্রামের সিরাজুল হকের স্ত্রী মোছা. রহিমা খাতুন বাদী হয়ে গৌরীপুর থানায় গতকাল বৃহস্পতিবার মামলাটি করেছেন।

মামলায় ২৭ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন মো. লাল মিয়া মণ্ডল, হৃদয় মিয়া, রাকিব, আশরাফুল ইসলাম, শিবুল মিয়া, রিয়াজ মিয়া, জুয়েল, আল মামুন রাজিব, কাউসার আহম্মেদ, মশিউর রহমান, কালা মিয়া, এনামুল হক মণ্ডল, শফিক মণ্ডল, কবির উদ্দিন, মইজুল মণ্ডল, রাফি উদ্দিন, নজরুল ইসলাম মণ্ডল, সজীব মণ্ডল, রুকন মণ্ডল, বাছির উদ্দিন, মাকছুল, ফরহাদ মণ্ডল, আবুল কালাম, আজিবুল মণ্ডল, দেলোয়ার হোসেন, মাকছুদুল ইসলাম, জামাল মিয়াসহ অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জন।

১৯ ফেব্রুয়ারি বিদ্যুতের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাজ্জাদুল হক নামের এক বৃদ্ধ নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ লোকজন পরে অভিযুক্তদের অর্ধশতাধিক বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করে। ঘটনার তিন দিন পর গত বুধবার ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঁইয়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, কোনো কারণেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত