নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কের মিনি চিড়িয়াখানার একমাত্র চিত্রা হরিণটি জবাই করে খেয়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাদশা মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাঁর জবানবন্দির ভিত্তিতে জবাই করা হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
গত রোববার রাতে হরিণ জবাইয়ের ঘটনার পর গতকাল সোমবার সকালে বাদশা মিয়াকে আটক করা হয়। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার তাঁকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়। বাদশা মিয়া উপজেলার বাতকুচি গ্রামের বাসিন্দা।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ বন বিভাগের আওতাধীন মধুটিলা ইকোপার্কের ভেতরে মিনি চিড়িয়াখানায় থাকা দুটি হরিণের মধ্যে একটি মারা যায়। যার মরদেহের অংশবিশেষ গত ৯ এপ্রিল পার্কের ভেতরেই পাওয়া যায়। পরে ওই হরিণটি শিয়াল খেয়ে ফেলেছে বলে জানান বন কর্মকর্তারা।
এদিকে চিড়িয়াখানার একমাত্র চিত্রা হরিণটি গত রোববার রাতে বাতকুচি নামাপাড়া এলাকার কয়েকজন দুর্বৃত্ত মিলে চুরি করে জবাই করার পর ভাগ-বাঁটোয়ারা করে নেয়। পরে গতকাল সোমবার ভোরে বিষয়টি টের পেয়ে বন বিভাগের লোকজন তদন্তে নামে। সকালে বাতকুচি বাজার থেকে ওই গ্রামের বাদশা মিয়াকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাদশা মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী তাঁর পুকুর থেকে জবাই করা হরিণের চামড়া উদ্ধার করা হয়।
এদিকে প্রাপ্তবয়স্ক হরিণটি জবাই করার পর ৫০ কেজির মতো মাংস পাওয়া গেছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী শেরপুর আদালতে একটি মামলা করে আজ মঙ্গলবার আটক বাদশাকে আদালতে সোপর্দ করা হয়েছে। হরিণ জবাইয়ের ঘটনায় সাত-আটজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদেরও আটক করে আইনের আওতায় আনা হবে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কের মিনি চিড়িয়াখানার একমাত্র চিত্রা হরিণটি জবাই করে খেয়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাদশা মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাঁর জবানবন্দির ভিত্তিতে জবাই করা হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
গত রোববার রাতে হরিণ জবাইয়ের ঘটনার পর গতকাল সোমবার সকালে বাদশা মিয়াকে আটক করা হয়। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার তাঁকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়। বাদশা মিয়া উপজেলার বাতকুচি গ্রামের বাসিন্দা।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ বন বিভাগের আওতাধীন মধুটিলা ইকোপার্কের ভেতরে মিনি চিড়িয়াখানায় থাকা দুটি হরিণের মধ্যে একটি মারা যায়। যার মরদেহের অংশবিশেষ গত ৯ এপ্রিল পার্কের ভেতরেই পাওয়া যায়। পরে ওই হরিণটি শিয়াল খেয়ে ফেলেছে বলে জানান বন কর্মকর্তারা।
এদিকে চিড়িয়াখানার একমাত্র চিত্রা হরিণটি গত রোববার রাতে বাতকুচি নামাপাড়া এলাকার কয়েকজন দুর্বৃত্ত মিলে চুরি করে জবাই করার পর ভাগ-বাঁটোয়ারা করে নেয়। পরে গতকাল সোমবার ভোরে বিষয়টি টের পেয়ে বন বিভাগের লোকজন তদন্তে নামে। সকালে বাতকুচি বাজার থেকে ওই গ্রামের বাদশা মিয়াকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাদশা মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী তাঁর পুকুর থেকে জবাই করা হরিণের চামড়া উদ্ধার করা হয়।
এদিকে প্রাপ্তবয়স্ক হরিণটি জবাই করার পর ৫০ কেজির মতো মাংস পাওয়া গেছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী শেরপুর আদালতে একটি মামলা করে আজ মঙ্গলবার আটক বাদশাকে আদালতে সোপর্দ করা হয়েছে। হরিণ জবাইয়ের ঘটনায় সাত-আটজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদেরও আটক করে আইনের আওতায় আনা হবে।
চার দিন নিখোঁজ থাকার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ২টার দিকে রাজধানীর পূর্বাচলের ১ নম্বর সেক্টরের একটি মসজিদ থেকে তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে তুরাগ থানা–পুলিশ।
৮ মিনিট আগেহাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসকে সোহেলুর রহমান জানান, সকালে পুলিশ রোগীকে নিয়ে আসার পর চিকিৎসা সেবা দেওয়া হয়। ইসিজি-তে গুরুতর হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দেওয়ায় তাঁকে দ্রুত খুলনায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যেই সকাল ৮টার দিকে তাঁর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়...
১৭ মিনিট আগেউপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, মহম্মদপুরের ৮টি ইউনিয়নে ১৫ হাজার ৫৬৭ জন টিসিবির উপকারভোগী কার্ডধারী রয়েছেন। তাঁরা প্রতি মাসে একবার বাজারের চেয়ে কম মূল্যে তেল, চিনি, ডাল ও চাল কিনতে পারেন। গত জুলাই মাসে কার্ডধারীরা তেল, চিনি ও ডালের প্যাকেজ কিনতে পারলেও, ওই মাসে চালের বরাদ্দ আসেনি
১৯ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে জোনাইল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ আবুল আছর মো. শফিউজামান বলেছেন, মব সৃষ্টি করে তাঁকে কলেজে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। আজ শুক্রবার উপজেলার জোনাইল বাজারে সংবাদ সম্মেলন করে তিনি এই অভিযোগ তোলেন।
২০ মিনিট আগে