হালুয়াঘাট প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পুকুরের মাঝে পোকা মারার তৈরি ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মো. জালাল উদ্দিন (৬২) নামে এক ব্যক্তি মারা গেছেন। উপজেলার বিলডোরা ইউনিয়নের ঔটি গ্রামের মৃত ইব্রাহিম খানের পুত্র তিনি। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে অবসর নেন।
নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বৈদ্যুতিক লাইন নিয়ে পাশে থাকা পুকুরের মাঝে বৈদ্যুতিক লাইট লাগিয়ে পোকা মারার ফাঁদ পাতেন তিনি। প্রতিদিন সন্ধ্যায় সে আলো জ্বালিয়ে রাখা হয়। ফাঁদে আসা পোকা পানিতে পড়ে। এতে মাছের খাবার জোগান হয়। প্রতিদিনের মতো আজ শনিবার দুপুরে মো. জালাল উদ্দিন পুকুর দেখতে যান।
একটি লাইটে সমস্যা থাকায় সেটি সরাতে চাইলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। এ ঘটনা নিশ্চিত করেছেন বিলডোরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাবজাল হোসেন খান। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন হালুয়াঘাট থানার এসআই মো. সাইফুজ্জামান। তিনি জানান, সুরতহাল করে পরিবারে কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিলডোরা ইউপি চেয়ারম্যান সাবজাল হোসেন খান বলেন, ‘এটি দুঃখজনক ঘটনা। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।’
পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পুকুরের মাঝে পোকা মারার তৈরি ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মো. জালাল উদ্দিন (৬২) নামে এক ব্যক্তি মারা গেছেন। উপজেলার বিলডোরা ইউনিয়নের ঔটি গ্রামের মৃত ইব্রাহিম খানের পুত্র তিনি। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে অবসর নেন।
নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বৈদ্যুতিক লাইন নিয়ে পাশে থাকা পুকুরের মাঝে বৈদ্যুতিক লাইট লাগিয়ে পোকা মারার ফাঁদ পাতেন তিনি। প্রতিদিন সন্ধ্যায় সে আলো জ্বালিয়ে রাখা হয়। ফাঁদে আসা পোকা পানিতে পড়ে। এতে মাছের খাবার জোগান হয়। প্রতিদিনের মতো আজ শনিবার দুপুরে মো. জালাল উদ্দিন পুকুর দেখতে যান।
একটি লাইটে সমস্যা থাকায় সেটি সরাতে চাইলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। এ ঘটনা নিশ্চিত করেছেন বিলডোরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাবজাল হোসেন খান। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন হালুয়াঘাট থানার এসআই মো. সাইফুজ্জামান। তিনি জানান, সুরতহাল করে পরিবারে কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিলডোরা ইউপি চেয়ারম্যান সাবজাল হোসেন খান বলেন, ‘এটি দুঃখজনক ঘটনা। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।’
পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে