ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ২২ শতাংশ। যা গত বছর ছিল ৮৫ শতাংশ। এবার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল করেছে। এমন ফলাফলে অসন্তুষ্টির কথা জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান।
আজ বৃহস্পতিবার সারা দেশের মতো ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বেলা ২টায় শিক্ষা বোর্ডের কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ।
তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন শিক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৬১ হাজার ৪৫৬ জন। পাসের হার ৫৮ দশমিক ২২ শতাংশ। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ৬১২ জন, ছাত্রী ৩১ হাজার ৮৪৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৬৭৮ জন শিক্ষার্থী। ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হার ও জিপিএ-৫-এর দিকে এগিয়ে রয়েছে।
বোর্ডের চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীরা মনোযোগ সহকারে পড়াশোনা না করার কারণে ফলাফল খারাপ হয়েছে। ৩ হাজার ৩২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করলেও ১১টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা জানান বোর্ড চেয়ারম্যান।
এদিকে যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে, তারা আনন্দ-উল্লাসে মেতে ওঠে। ফলাফল ঘোষণার পর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উল্লাস মেতে ওঠে। বরাবরের মতো এবারও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি সাফল্যের ধারা ধরে রেখেছে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, ‘পরীক্ষায় ৩১৮ জনের মধ্যে ৩১৭ জন অংশগ্রহণ করে। এর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৫৩ জন শিক্ষার্থী। এমন ফলাফলে আমরা খুবই উল্লসিত। শিক্ষার্থীরা পরিবর্তী জীবনে সাফল্য ধরে রাখবে সেই প্রত্যাশা রাখছি।
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ২২ শতাংশ। যা গত বছর ছিল ৮৫ শতাংশ। এবার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল করেছে। এমন ফলাফলে অসন্তুষ্টির কথা জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান।
আজ বৃহস্পতিবার সারা দেশের মতো ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বেলা ২টায় শিক্ষা বোর্ডের কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ।
তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন শিক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৬১ হাজার ৪৫৬ জন। পাসের হার ৫৮ দশমিক ২২ শতাংশ। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ৬১২ জন, ছাত্রী ৩১ হাজার ৮৪৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৬৭৮ জন শিক্ষার্থী। ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হার ও জিপিএ-৫-এর দিকে এগিয়ে রয়েছে।
বোর্ডের চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীরা মনোযোগ সহকারে পড়াশোনা না করার কারণে ফলাফল খারাপ হয়েছে। ৩ হাজার ৩২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করলেও ১১টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা জানান বোর্ড চেয়ারম্যান।
এদিকে যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে, তারা আনন্দ-উল্লাসে মেতে ওঠে। ফলাফল ঘোষণার পর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উল্লাস মেতে ওঠে। বরাবরের মতো এবারও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি সাফল্যের ধারা ধরে রেখেছে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, ‘পরীক্ষায় ৩১৮ জনের মধ্যে ৩১৭ জন অংশগ্রহণ করে। এর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৫৩ জন শিক্ষার্থী। এমন ফলাফলে আমরা খুবই উল্লসিত। শিক্ষার্থীরা পরিবর্তী জীবনে সাফল্য ধরে রাখবে সেই প্রত্যাশা রাখছি।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
৮ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
১৩ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
২৮ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে