ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে অর্ধগলিত অবস্থায় উদ্ধার হওয়া নারী ও দুই শিশুর পরিচয় মিলেছে। তারা উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের আলী হোসেনের স্ত্রী আমেনা বেগম (৩০), সন্তান আবু বক্কর (৪) ও আনাস (২)। আলী হোসেন ওই গ্রামের আবদুল হামিদের ছেলে।
পুলিশ বলছে, আলী হোসেনই তার স্ত্রী-সন্তানকে হত্যা করে পুতে রেখেছিলেন। তিনি এখন পলাতক রয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় নিহতদের পরিচয় শনাক্ত করে পুলিশ। এর আগে বিকেলের দিকে পুঁতে রাখা লাশগুলো উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে, নিহত আমেনা বেগম সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের আবদুল খালেকের মেয়ে। ৬ বছর আগে আলী হোসেনের সঙ্গে বিয়ে হয়েছিল আমেনার। গত বৃহস্পতিবার গার্মেন্টসে যাওয়ার কথা বলে সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হন আমেনা। এরপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা না দেওয়ায় গার্মেন্টসে নিয়ে যাওয়ার কথা বলে স্ত্রী ও সন্তানকে হত্যা করেন আলী হোসেন। পরে তাদের লাশ পুঁতে রাখে বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত নারী একটি বাড়িতে কাজ করতেন। কিন্তু তার স্বামী গার্মেন্টসে কাজে নেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে তাঁকে হত্যা করে, লাশ পুঁতে রাখে। তবে তাঁকে (আলী হোসেন) গ্রেপ্তারের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
ময়মনসিংহের ত্রিশালে অর্ধগলিত অবস্থায় উদ্ধার হওয়া নারী ও দুই শিশুর পরিচয় মিলেছে। তারা উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের আলী হোসেনের স্ত্রী আমেনা বেগম (৩০), সন্তান আবু বক্কর (৪) ও আনাস (২)। আলী হোসেন ওই গ্রামের আবদুল হামিদের ছেলে।
পুলিশ বলছে, আলী হোসেনই তার স্ত্রী-সন্তানকে হত্যা করে পুতে রেখেছিলেন। তিনি এখন পলাতক রয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় নিহতদের পরিচয় শনাক্ত করে পুলিশ। এর আগে বিকেলের দিকে পুঁতে রাখা লাশগুলো উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে, নিহত আমেনা বেগম সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের আবদুল খালেকের মেয়ে। ৬ বছর আগে আলী হোসেনের সঙ্গে বিয়ে হয়েছিল আমেনার। গত বৃহস্পতিবার গার্মেন্টসে যাওয়ার কথা বলে সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হন আমেনা। এরপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা না দেওয়ায় গার্মেন্টসে নিয়ে যাওয়ার কথা বলে স্ত্রী ও সন্তানকে হত্যা করেন আলী হোসেন। পরে তাদের লাশ পুঁতে রাখে বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত নারী একটি বাড়িতে কাজ করতেন। কিন্তু তার স্বামী গার্মেন্টসে কাজে নেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে তাঁকে হত্যা করে, লাশ পুঁতে রাখে। তবে তাঁকে (আলী হোসেন) গ্রেপ্তারের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
মাগুরায় শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় ৪র্থ দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দিয়েছেন মাগুরা ও ফরিদপুর মেডিকেলের তিন জন চিকিৎসক। যারা শিশুটির চিকিৎসা করেছিলেন।
১৩ মিনিট আগেখুলনা মহানগরীর দৌলতপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মো. হেলাল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেরাজশাহীতে রেললাইনের পাশে এক শ্রমিকের লাশ পাওয়া গেছে। তাঁর নাম হাবিবুর রহমান (৫০)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পুলিশের ধারণা, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে ধান কাটা শ্রমিক হাবিবুরের।
৪৪ মিনিট আগেরাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে