ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে কৃষক লীগ নেতা শামীম পারভেজ (৩৭) নিহত হয়েছেন। এতে তাঁর সহযোগী নজরুল কবির দীপক (৩৩) গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নুরুর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম পারভেজ ত্রিশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজহারুল ইসলামের বড় ছেলে। তিনি উপজেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। আহত নজরুল কবির দীপক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ত্রিশাল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আমছর আলীর ছেলে।
দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলেই একজন নিহত ও অপরজন আহত হন। নিহতের পরিবার থেকে কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহের বাইপাস এলাকায় যুবলীগ নেতা শামীম পারভেজ আজ ভোরে নিজস্ব ফিশারির পাঙাশ মাছ বিক্রি করে গাড়ি চালিয়ে ত্রিশাল আসছিলেন। এ সময় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নুরুর দোকান এলাকায় এলে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে আরও জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়ি থেকে দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে গাড়ির চালক যুবলীগ নেতা শামীম পারভেজ ঘটনাস্থলেই নিহত হন। তাঁর সঙ্গে থাকা নজরুল কবির দীপক গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন। দুর্ঘটনা-পরবর্তী তাঁদের গাড়ি থেকে বের করার পর তাতে আগুন ধরে যায়।
ময়মনসিংহের ত্রিশালে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে কৃষক লীগ নেতা শামীম পারভেজ (৩৭) নিহত হয়েছেন। এতে তাঁর সহযোগী নজরুল কবির দীপক (৩৩) গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নুরুর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম পারভেজ ত্রিশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজহারুল ইসলামের বড় ছেলে। তিনি উপজেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। আহত নজরুল কবির দীপক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ত্রিশাল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আমছর আলীর ছেলে।
দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলেই একজন নিহত ও অপরজন আহত হন। নিহতের পরিবার থেকে কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহের বাইপাস এলাকায় যুবলীগ নেতা শামীম পারভেজ আজ ভোরে নিজস্ব ফিশারির পাঙাশ মাছ বিক্রি করে গাড়ি চালিয়ে ত্রিশাল আসছিলেন। এ সময় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নুরুর দোকান এলাকায় এলে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে আরও জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়ি থেকে দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে গাড়ির চালক যুবলীগ নেতা শামীম পারভেজ ঘটনাস্থলেই নিহত হন। তাঁর সঙ্গে থাকা নজরুল কবির দীপক গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন। দুর্ঘটনা-পরবর্তী তাঁদের গাড়ি থেকে বের করার পর তাতে আগুন ধরে যায়।
নারায়ণগঞ্জের বন্দরে চুরির অভিযোগে এক যুবককে গণপিটুনি নিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বারপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাহিম (২২)। তিনি দক্ষিণ বারপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
২ মিনিট আগেগতকাল সোয়া ১টার দিকে টঙ্গী-গাজীপুর রুটে চলাচল করা ‘ক্ষণিকা’ বাসে হামলার ঘটনা ঘটে। এতে বাসের ড্রাইভারসহ কয়েকজন শিক্ষার্থী আঘাত পেয়ে ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নেন। পরে রাত সাড়ে ৮টায় উত্তরা পশ্চিম থানায় যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এ সময় আসামিদে
৩ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৭৫ জনকে ছাঁটাই ও মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ। এ মামলায় পুলিশ আজ বুধবার সাত শ্রমিককে গ্রেপ্তার করেছে। যমুনা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সোলায়মান কবির বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানায় মাম
৯ মিনিট আগেমাগুরায় শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় ৪র্থ দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দিয়েছেন মাগুরা ও ফরিদপুর মেডিকেলের তিন জন চিকিৎসক। যারা শিশুটির চিকিৎসা করেছিলেন।
২৯ মিনিট আগে