ময়মনসিংহ প্রতিনিধি
টানা তীব্র দাবদাহের পর ময়মনসিংহে শুরু হওয়া বৃষ্টিতে কমেছে উত্তাপ, ফিরেছে স্বস্তি। শনিবার সকাল ৯টার পর থেকে নগরীসহ জেলার বেশ কয়েকটি উপজেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি।
নগরীর সানকিপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘সকাল ৮টা থেকেই আকাশ কালো হয়ে আসে, গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর দমকা হাওয়ার সঙ্গে নামে প্রবল বৃষ্টি। কয়েক দিনের তীব্র গরমে সবাই ক্লান্ত হয়ে পড়েছিল। এই বৃষ্টি যেন একেবারে হৃদয় ছুঁয়ে গেল।’
নতুন বাজার এলাকার সাইফুল ইসলাম বলেন, ‘গরমে ঘর থেকে বের হওয়াই যাচ্ছিল না। বৃষ্টিতে যেন প্রাণ ফিরে পেয়েছি। অনেকে গা ভিজিয়ে শীতল হাওয়া উপভোগ করেছে। প্রকৃতিও যেন নতুন করে সাজল।
অটোরিকশাচালক শহীদুল ইসলাম বলেন, ‘বৃষ্টিতে ভিজে আমি আর যাত্রীরা সবাই মজা পেয়েছি। কয়েক দিনের অস্বস্তিকর গরমের পর এটাই যেন সবচেয়ে বড় শান্তি।’
তবে শুধু স্বস্তি নয়, বৃষ্টিতে কিছু ভোগান্তিও দেখা দিয়েছে। নগরের বাঁশবাড়ি কলোনির বাসিন্দা আব্দুল মজিদ বলেন, ‘বাসায় পানি ঢুকেছে, রাস্তাও তলিয়ে গেছে। বৃষ্টি না থামলে দুর্ভোগ বাড়বে।’
মুক্তাগাছার বাসিন্দা খায়রুল ইসলাম বলেন, ‘সকাল থেকেই আকাশ অন্ধকার ছিল। ৯টার পর বৃষ্টি শুরু হয়, ১১টা বাজলেও থামেনি। এটা আল্লাহর রহমত।’
ময়মনসিংহ আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান জানান, ‘সকাল ৯টা থেকে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হচ্ছে। আগামী কয়েক দিন ময়মনসিংহ অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।’
তিনি জানান, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবার ছিল ৩৬.৮ ডিগ্রি।
টানা তীব্র দাবদাহের পর ময়মনসিংহে শুরু হওয়া বৃষ্টিতে কমেছে উত্তাপ, ফিরেছে স্বস্তি। শনিবার সকাল ৯টার পর থেকে নগরীসহ জেলার বেশ কয়েকটি উপজেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি।
নগরীর সানকিপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘সকাল ৮টা থেকেই আকাশ কালো হয়ে আসে, গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর দমকা হাওয়ার সঙ্গে নামে প্রবল বৃষ্টি। কয়েক দিনের তীব্র গরমে সবাই ক্লান্ত হয়ে পড়েছিল। এই বৃষ্টি যেন একেবারে হৃদয় ছুঁয়ে গেল।’
নতুন বাজার এলাকার সাইফুল ইসলাম বলেন, ‘গরমে ঘর থেকে বের হওয়াই যাচ্ছিল না। বৃষ্টিতে যেন প্রাণ ফিরে পেয়েছি। অনেকে গা ভিজিয়ে শীতল হাওয়া উপভোগ করেছে। প্রকৃতিও যেন নতুন করে সাজল।
অটোরিকশাচালক শহীদুল ইসলাম বলেন, ‘বৃষ্টিতে ভিজে আমি আর যাত্রীরা সবাই মজা পেয়েছি। কয়েক দিনের অস্বস্তিকর গরমের পর এটাই যেন সবচেয়ে বড় শান্তি।’
তবে শুধু স্বস্তি নয়, বৃষ্টিতে কিছু ভোগান্তিও দেখা দিয়েছে। নগরের বাঁশবাড়ি কলোনির বাসিন্দা আব্দুল মজিদ বলেন, ‘বাসায় পানি ঢুকেছে, রাস্তাও তলিয়ে গেছে। বৃষ্টি না থামলে দুর্ভোগ বাড়বে।’
মুক্তাগাছার বাসিন্দা খায়রুল ইসলাম বলেন, ‘সকাল থেকেই আকাশ অন্ধকার ছিল। ৯টার পর বৃষ্টি শুরু হয়, ১১টা বাজলেও থামেনি। এটা আল্লাহর রহমত।’
ময়মনসিংহ আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান জানান, ‘সকাল ৯টা থেকে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হচ্ছে। আগামী কয়েক দিন ময়মনসিংহ অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।’
তিনি জানান, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবার ছিল ৩৬.৮ ডিগ্রি।
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকেরাই। বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
১ ঘণ্টা আগেএকপর্যায়ে চালক পেছনের দুই যাত্রীকে ‘বস বস’ বলে কী যেন বলতে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার পার হওয়ার পর তাঁর সঙ্গে থাকা দুই যাত্রী হঠাৎ মোকসেদ আলীর চোখ ও হাত-পা বেঁধে ফেলেন। তখন তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আদতে অপহরণকারী চক্রের সদস্য।
১ ঘণ্টা আগেনওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
২ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে।
২ ঘণ্টা আগে