ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীদের হামলায় চার সাংবাদিক আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবেদনের তথ্যের জন্য গেলে ‘পরিকল্পিতভাবে’ এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ আহত সাংবাদিকদের।
হামলায় আহতরা হলেন দৈনিক আজকের পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতিনিধি সাইফুল আলম তুহিন, নয়া শতাব্দীর রাকিবুল হাসান সুমন, দেশ সংবাদের রিয়াদুল হাসান ও গণমুক্তির মাসুদ রানা।
আহত সাংবাদিক সাইফুল আলম তুহিন বলেন, ‘হাসপাতালের নানা অব্যবস্থাপনা নিয়ে গত কয়েদিন ধরে আমরা সংবাদ প্রচার করে আসছি। এতে রোগীদের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে। রোগী এবং তাঁদের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে আজ সকালে হাসপাতালের খাবারের মান নিয়ে তথ্য চাইতে গেলে বাবুর্চি সোহরাব হোসেন প্রথমে ক্যামেরায় হাত দেন। পরে তাৎক্ষণিক ৮ থেকে ১০ জন এসে অতর্কিত হামলা শুরু করেন। তাঁদের হামলায় আহত হয়েছি আমরা চারজন। পরে স্থানীয় কয়েকজন এবং পুলিশ এসে আমাদের রক্ষা করে।’
নয়া শতাব্দীর রাকিবুল হাসান সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালের কর্মচারীরাই রোগী দেখা থেকে শুরু করে সবকিছু করেন। এ নিয়ে আমার করা একটি ভিডিও রিপোর্ট ভাইরাল হয়। এর পর থেকেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম আমাদের প্রতি ক্ষিপ্ত। আজকে সেই সুযোগে তাঁর নির্দেশে হামলা হয়েছে আমাদের ওপর। পরে ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। মারধরে শরীরের অবস্থা খারাপ হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছি।’
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আমি একটু বাইরে আছি। তবে কে বা কারা সাংবাদিকদের ওপর হামলা করেছে তা অবগত নই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
আপনার হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে হামলা হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন কিছু নয়, তবে আমি খোঁজ নিয়ে দেখছি।’
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা হয়েছে এমন সংবাদে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে হামলা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীদের হামলায় চার সাংবাদিক আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবেদনের তথ্যের জন্য গেলে ‘পরিকল্পিতভাবে’ এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ আহত সাংবাদিকদের।
হামলায় আহতরা হলেন দৈনিক আজকের পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতিনিধি সাইফুল আলম তুহিন, নয়া শতাব্দীর রাকিবুল হাসান সুমন, দেশ সংবাদের রিয়াদুল হাসান ও গণমুক্তির মাসুদ রানা।
আহত সাংবাদিক সাইফুল আলম তুহিন বলেন, ‘হাসপাতালের নানা অব্যবস্থাপনা নিয়ে গত কয়েদিন ধরে আমরা সংবাদ প্রচার করে আসছি। এতে রোগীদের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে। রোগী এবং তাঁদের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে আজ সকালে হাসপাতালের খাবারের মান নিয়ে তথ্য চাইতে গেলে বাবুর্চি সোহরাব হোসেন প্রথমে ক্যামেরায় হাত দেন। পরে তাৎক্ষণিক ৮ থেকে ১০ জন এসে অতর্কিত হামলা শুরু করেন। তাঁদের হামলায় আহত হয়েছি আমরা চারজন। পরে স্থানীয় কয়েকজন এবং পুলিশ এসে আমাদের রক্ষা করে।’
নয়া শতাব্দীর রাকিবুল হাসান সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালের কর্মচারীরাই রোগী দেখা থেকে শুরু করে সবকিছু করেন। এ নিয়ে আমার করা একটি ভিডিও রিপোর্ট ভাইরাল হয়। এর পর থেকেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম আমাদের প্রতি ক্ষিপ্ত। আজকে সেই সুযোগে তাঁর নির্দেশে হামলা হয়েছে আমাদের ওপর। পরে ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। মারধরে শরীরের অবস্থা খারাপ হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছি।’
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আমি একটু বাইরে আছি। তবে কে বা কারা সাংবাদিকদের ওপর হামলা করেছে তা অবগত নই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
আপনার হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে হামলা হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন কিছু নয়, তবে আমি খোঁজ নিয়ে দেখছি।’
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা হয়েছে এমন সংবাদে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে হামলা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
১৬ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
২৬ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে