ময়মনসিংহ প্রতিনিধি
জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবর রহমানের নাম ভাঙিয়ে প্রতারণার মামলায় পলাতক সাজাপ্রাপ্ত আসামি মামুনুর রশিদ ফাত্তাহকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি প্রবাসীকল্যাণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমানে জনতা ব্যাংকের এমডি মজিবর রহমানের আপন শ্যালক।
আজ সোমবার সকালে রাজধানীর শান্তিবাগের বাসা থেকে মামুনুর রশিদ ফাত্তাহকে ময়মনসিংহের গফরগাঁও থানা-পুলিশ গ্রেপ্তার করে। তিনি গফরগাঁও উপজেলার হারুন অর রশিদের ছেলে। ফাত্তাহ শান্তিবাগ এলাকায় বসবাস করতেন।
জানা গেছে, ২০১৯ সালে গফরগাঁওয়ের জন্মেজয় গ্রামের বাহার উদ্দিনের ছেলে নাহিদ আলমকে চাকরি দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে চেকের মাধ্যমে সাড়ে ৪ লাখ টাকা নেন মামুনুর রশিদ ফাত্তাহ। চাকরি দিতে না পেরে গা ঢাকা দেন তিনি। পরে ২০১৯ সালে নাহিদ আলম ময়মনসিংহ যুগ্ম দায়রা জজ আদালতে মামলা করেন। ওই মামলায় ২০২৩ সালের ২৯ জানুয়ারি আদালত ফাত্তাহকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেন। এরপর থেকে ফাত্তাহ পলাতক ছিলেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করে।
মামলার বাদী নাহিদ আলম বলেন, ‘আমি আদালতের কাছে ন্যায়বিচার পেয়েছি।’
অপর ভুক্তভোগী মামুনুর রশীদ ফাত্তাহর আপন চাচাতো ভাই শেখ আলীম রেজা আপেল বলেন, ‘আমার কাছ থেকে ইউসিবি ব্যাংকে চাকরি দেওয়ার কথা বলে মজিবর রহমানের নাম ভাঙিয়ে সাত লাখ টাকা নেন ফাত্তাহ। ২০১৯ সালে আমাকে ইউসিবি ব্যাংকের এমডি স্বাক্ষরিত একটি নিয়োগপত্র দেন। চাকরিতে যোগদান করতে গিয়ে দেখি, নিয়োগপত্রটি ভুয়া। এরপর টাকা ফেরত দেওয়ার নামে শুরু হয় নানা নাটক। টাকা চাইতে গেলে মিথ্যা মামলার হুমকি দিতেন ফাত্তাহর বড় বোন হ্যাপিসহ পরিবারের লোকজন। আমি আইনি প্রক্রিয়ায় এগোতে গেলেও ফাত্তাহ ও তাঁর পরিবার ক্ষমতার জোরে পুলিশকে প্রভাবিত করে। আমি তাঁর শাস্তি ও টাকা ফেরত চাই।’
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিব্বিরুল ইসলাম বলেন, আসামি অর্থঋণ আদালতে সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। তাঁকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শ্যালকের বিরুদ্ধে নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগের বিষয়ে জনতা ব্যাংকের এমডি মজিবর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি তা ধরেননি। তবে এসএমএস করে কল দেওয়ার কারণ জানতে চান। পরে তাঁর নাম ভাঙিয়ে শ্যালকের প্রতারণার অভিযোগের বিষয় জানতে চেয়ে এসএমএস করলেও তিনি কোনো প্রত্যুত্তর দেননি।
জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবর রহমানের নাম ভাঙিয়ে প্রতারণার মামলায় পলাতক সাজাপ্রাপ্ত আসামি মামুনুর রশিদ ফাত্তাহকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি প্রবাসীকল্যাণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমানে জনতা ব্যাংকের এমডি মজিবর রহমানের আপন শ্যালক।
আজ সোমবার সকালে রাজধানীর শান্তিবাগের বাসা থেকে মামুনুর রশিদ ফাত্তাহকে ময়মনসিংহের গফরগাঁও থানা-পুলিশ গ্রেপ্তার করে। তিনি গফরগাঁও উপজেলার হারুন অর রশিদের ছেলে। ফাত্তাহ শান্তিবাগ এলাকায় বসবাস করতেন।
জানা গেছে, ২০১৯ সালে গফরগাঁওয়ের জন্মেজয় গ্রামের বাহার উদ্দিনের ছেলে নাহিদ আলমকে চাকরি দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে চেকের মাধ্যমে সাড়ে ৪ লাখ টাকা নেন মামুনুর রশিদ ফাত্তাহ। চাকরি দিতে না পেরে গা ঢাকা দেন তিনি। পরে ২০১৯ সালে নাহিদ আলম ময়মনসিংহ যুগ্ম দায়রা জজ আদালতে মামলা করেন। ওই মামলায় ২০২৩ সালের ২৯ জানুয়ারি আদালত ফাত্তাহকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেন। এরপর থেকে ফাত্তাহ পলাতক ছিলেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করে।
মামলার বাদী নাহিদ আলম বলেন, ‘আমি আদালতের কাছে ন্যায়বিচার পেয়েছি।’
অপর ভুক্তভোগী মামুনুর রশীদ ফাত্তাহর আপন চাচাতো ভাই শেখ আলীম রেজা আপেল বলেন, ‘আমার কাছ থেকে ইউসিবি ব্যাংকে চাকরি দেওয়ার কথা বলে মজিবর রহমানের নাম ভাঙিয়ে সাত লাখ টাকা নেন ফাত্তাহ। ২০১৯ সালে আমাকে ইউসিবি ব্যাংকের এমডি স্বাক্ষরিত একটি নিয়োগপত্র দেন। চাকরিতে যোগদান করতে গিয়ে দেখি, নিয়োগপত্রটি ভুয়া। এরপর টাকা ফেরত দেওয়ার নামে শুরু হয় নানা নাটক। টাকা চাইতে গেলে মিথ্যা মামলার হুমকি দিতেন ফাত্তাহর বড় বোন হ্যাপিসহ পরিবারের লোকজন। আমি আইনি প্রক্রিয়ায় এগোতে গেলেও ফাত্তাহ ও তাঁর পরিবার ক্ষমতার জোরে পুলিশকে প্রভাবিত করে। আমি তাঁর শাস্তি ও টাকা ফেরত চাই।’
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিব্বিরুল ইসলাম বলেন, আসামি অর্থঋণ আদালতে সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। তাঁকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শ্যালকের বিরুদ্ধে নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগের বিষয়ে জনতা ব্যাংকের এমডি মজিবর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি তা ধরেননি। তবে এসএমএস করে কল দেওয়ার কারণ জানতে চান। পরে তাঁর নাম ভাঙিয়ে শ্যালকের প্রতারণার অভিযোগের বিষয় জানতে চেয়ে এসএমএস করলেও তিনি কোনো প্রত্যুত্তর দেননি।
গাজীপুরের টঙ্গীতে হানিফ উদ্দিন (৫০) নামে এক কলেজশিক্ষককে মারধর করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
১০ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু তোলার অপরাধে ১৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। আজ রোববার সকালে পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল এ
১৫ মিনিট আগেচাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ যেন মজা পুকুরে পরিণত হয়েছে। টানা বৃষ্টিপাত ও সঠিকভাবে পানি নিষ্কাশনব্যবস্থার অভাবে মাঠটি অনেক দিন ধরে পানিতে তলিয়ে আছে। স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিদিনই।
২১ মিনিট আগেবগুড়ায় পরিবেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে সরকারি রাস্তার পাশের ১৩৬টি ইউক্যালিপটাস ও আকাশমণিগাছ বিক্রি করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। এদিকে সেই গাছের সঙ্গে বনজ ও ঔষধি গাছ মিলে দেড় শতাধিক গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা-কর্মীর বিরুদ্ধে...
৩৫ মিনিট আগে