Ajker Patrika

শেরপুর সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৯: ০২
জব্দ করা ভারতীয় পণ্য। ছবি: সংগৃহীত
জব্দ করা ভারতীয় পণ্য। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৩২ লাখ মূল্যের ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, সানগ্লাসসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাঁষি তালতলী সীমান্ত এলাকা থেকে এসব চোরাই পণ্য জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

মো. সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রকুড়া বিওপির একটি টহল দল মায়াঘাঁষি তালতলী এলাকায় অভিযান চালায়। অভিযানে সীমান্ত পিলার ১১১৮/৬-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই চোরাই পণ্যগুলো জব্দ করা হয়। অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে—ভারতীয় ২০ হাজার ৮৪৪ সানগ্লাস, ৪১টি শাড়ি, ১৫টি লেহেঙ্গা। জব্দ করা পণ্যের মূল্য প্রায় ২ কোটি ৩১ লাখ ৭৯ হাজার টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত