Ajker Patrika

বিএনপিকে ‘অবৈধ দল’ বললেন দীপু মনি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ৪০
বিএনপিকে ‘অবৈধ দল’ বললেন দীপু মনি

বিএনপিকে ‘অবৈধ দল’ আখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘দলটির জন্মই হয়েছে অবৈধভাবে। তারা নির্বাচনের আগে সব সময় চেষ্টা করে, পরিস্থিতি ঘোলাটে করে কীভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়।’

আজ রোববার দুপুরে জামালপুরের ইসলামপুরে এম এ সামাদ-পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। দলটি সন্ত্রাস-জঙ্গিবাদের মাধ্যমে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে দিতে চায়। তারা দেশের উন্নয়ন চায় না। বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সরকারে যেমন মাঠে আছে, তেমনি মাঠে থাকবে। জনগণের জানমাল রক্ষায় এবং দেশের শান্তিশৃঙ্খলা সুরক্ষায় আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। কাউকেই এ দেশের শান্তিশৃঙ্খলা-উন্নয়ন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেন, ‘যারা বিভিন্ন সময় দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন এবং যাঁরা ক্ষমা চেয়েছেন, তাঁদের দল থেকে ক্ষমা করা হয়েছে। আগামী নির্বাচনে কারা মনোনয়ন পাবেন, এ বিষয়ে দলের মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেবে।’

পরে মন্ত্রী ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামপুর আসনের এমপি ফরিদুল হক খান দুলাল, জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত