Ajker Patrika

ফুলপুরে বিদ্যুতায়িত হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 
ফুলপুরে বিদ্যুতায়িত হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুতায়িত হয়ে সাখাওয়াত হোসেন (৪৭) নামে এক স্কুলশিক্ষক মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত স্কুলশিক্ষক বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের সিদ্দিক রহমানের ছেলে। তিনি রামসোনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

মৃতের পরিবারের সদস্যরা জানান, গতকাল সোমবার সকালে বাড়ির পাশে মৎস্য খামারের সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তারে জড়িয়ে পড়েন সাখাওয়াত হোসেন। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। পরে আজ সকালে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত