ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল ও গফরগাঁও উপজেলার দুটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ভোটকেন্দ্রগুলোর কয়েকটি কক্ষ পুড়ে গেছে। তবে ভোট গ্রহণে কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছে প্রশাসন। আজ শনিবার পৃথক এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, ‘গফরগাঁও উপজেলার পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ ভোর ৪টার দিকে আগুন দেওয়া হয়। এই অগ্নিকাণ্ডে জড়িত স্কুলটির দপ্তরি কাম নৈশপ্রহরীর দায়িত্বে থাকা আরিফুল ইসলাম (২৪)। আরিফ তাঁর বন্ধু সাব্বির আহমেদকে ডেকে এনে স্কুলে আগুন দেওয়ার সুযোগ করে দেন। এ জন্য ঢাকা থেকে আসা বিএনপির এক নেতা দুই হাজার টাকায় দেন আরিফকে। পুলিশ আরিফ ও সাব্বিরকে গ্রেপ্তার করলে আগুন দেওয়ার কথা তাঁরা স্বীকার করেন। আগুনে স্কুলটির চারটি কক্ষ পুড়ে যায়।’
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘ভোর ৪টার দিকে গফরগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টের পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তেমন ক্ষতি হয়নি, কেন্দ্রে ভোট গ্রহণ করার মতো পরিস্থিতি আছে।’
অপর দিকে নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সকাল সাড়ে ৯টার দিকে আগুন দেওয়া হয়। এতে ভোটকেন্দ্রের ৩টি কক্ষ পুড়ে যায়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মতিউর রহমান উজ্জল (৪৫), মো. সোহেল (৪০) ও আবদুল কাইয়ুম মজনু (৫০)। তাঁরা আলাবক্সপুর গ্রামের বাসিন্দা ও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন নান্দাইল থানার ওসি আব্দুল মজিদ।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ‘কারা আগুন দিয়েছে, তারা চিহ্নিত হয়েছে। ওই সব কেন্দ্রে ভোট গ্রহণে সমস্যা হবে না।’
জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, ‘দুটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শান্তিপূর্ণ নির্বাচনে যারা বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।’
ময়মনসিংহের নান্দাইল ও গফরগাঁও উপজেলার দুটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ভোটকেন্দ্রগুলোর কয়েকটি কক্ষ পুড়ে গেছে। তবে ভোট গ্রহণে কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছে প্রশাসন। আজ শনিবার পৃথক এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, ‘গফরগাঁও উপজেলার পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ ভোর ৪টার দিকে আগুন দেওয়া হয়। এই অগ্নিকাণ্ডে জড়িত স্কুলটির দপ্তরি কাম নৈশপ্রহরীর দায়িত্বে থাকা আরিফুল ইসলাম (২৪)। আরিফ তাঁর বন্ধু সাব্বির আহমেদকে ডেকে এনে স্কুলে আগুন দেওয়ার সুযোগ করে দেন। এ জন্য ঢাকা থেকে আসা বিএনপির এক নেতা দুই হাজার টাকায় দেন আরিফকে। পুলিশ আরিফ ও সাব্বিরকে গ্রেপ্তার করলে আগুন দেওয়ার কথা তাঁরা স্বীকার করেন। আগুনে স্কুলটির চারটি কক্ষ পুড়ে যায়।’
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘ভোর ৪টার দিকে গফরগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টের পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তেমন ক্ষতি হয়নি, কেন্দ্রে ভোট গ্রহণ করার মতো পরিস্থিতি আছে।’
অপর দিকে নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সকাল সাড়ে ৯টার দিকে আগুন দেওয়া হয়। এতে ভোটকেন্দ্রের ৩টি কক্ষ পুড়ে যায়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মতিউর রহমান উজ্জল (৪৫), মো. সোহেল (৪০) ও আবদুল কাইয়ুম মজনু (৫০)। তাঁরা আলাবক্সপুর গ্রামের বাসিন্দা ও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন নান্দাইল থানার ওসি আব্দুল মজিদ।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ‘কারা আগুন দিয়েছে, তারা চিহ্নিত হয়েছে। ওই সব কেন্দ্রে ভোট গ্রহণে সমস্যা হবে না।’
জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, ‘দুটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শান্তিপূর্ণ নির্বাচনে যারা বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।’
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
২৩ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৩৩ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে