Ajker Patrika

ডায়াবেটিসের রোগীকে কিডনির ওষুধ দেওয়া সেই ফার্মেসিকে সিলগালা 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ডায়াবেটিসের রোগীকে কিডনির ওষুধ দেওয়া সেই ফার্মেসিকে সিলগালা 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঘুমের বদলে ডায়াবেটিসের রোগীকে কিডনির ওষুধ দেওয়া সেই ফার্মেসিকে সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। 

আজ সোমবার বিকেল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিনা সাত্তার। এ সময় পৌর এলাকায় অবস্থিত ‘মা ফার্মেসি অ্যান্ড মেডিসিন সুপার শপ’ কে ১ হাজার টাকা জরিমানার পাশাপাশি তা সিলগালা করে দেওয়া হয়। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ ইউএনও সারমিনা সাত্তার।  

এর আগে ১ অক্টোবর চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশন দেখিয়ে ওই ফার্মেসি থেকে মায়ের জন্য ওষুধ কেনেন ভুক্তভোগীর ছেলে। চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশনে লেখা ছিল (ডেনিক্সিল) ঘুমের ওষুধ, তবে ওষুধ বিক্রেতা তা না দিয়ে ভুলক্রমে তাঁর মাকে কিডনির ওষুধ (ডাইক্যালট্রল) দিয়ে দেন। উপজেলা প্রশাসন ফার্মেসিটিকে সিলগালা করে দেয়। ছবি: আজকের পত্রিকাভুল ওষুধ খেয়ে রোগী (৫০) আরও অসুস্থ হয়ে পড়েন। পাশাপাশি শরীরে দেখা দেয় নানা সমস্যা। এ অবস্থায় ৫ অক্টোবর ‘মা ফার্মেসি অ্যান্ড মেডিসিন সুপার শপ’ নামের ওই ওষুধের দোকানের বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীর ছেলে আজকের পত্রিকার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি মহিউদ্দিন রানা। 

এ ঘটনায় ‘ফার্মেসির ভুলে ডায়াবেটিসের রোগীকে কিডনির ওষুধ, ইউএনওর কাছে অভিযোগ’ শিরোনামে আজকের পত্রিকার অনলাইনে এবং ‘ঘুমের বদলে বিক্রেতা দিল কিডনির ওষুধ’ শিরোনামে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।  

ওই ফার্মেসির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ অবস্থায় অভিযান চালিয়ে ‘মা ফার্মেসি অ্যান্ড মেডিসিন সুপার শপ’ নামক ওষুধের দোকানকে ১ হাজার টাকা জরিমানার পাশাপাশি সিলগালা করে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত