বাকৃবি প্রতিনিধি
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় চার সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট হল প্রশাসন। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমানকে সভাপতি এবং কৃষি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. রিফাত আরা জান্নাত তমাকে সদস্যসচিব করা হয়েছে।
সদস্য হিসেবে আছেন, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাহমুদা নাসরিন এবং মেরিন ফিশারিজ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর গোলাম মোহাম্মদ মোস্তাকিম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ নভেম্বর (মঙ্গলবার) রাতে বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের গেস্টরুমে সংঘটিত অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন প্রদানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হলো।
এর আগে ২১ নভেম্বর (মঙ্গলবার) রাতে বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের গেস্টরুমে এক শিক্ষার্থীকে মধ্যরাতে ডেকে নিয়ে মুখ বেঁধে শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে হল ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বুধবার হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দেন মুরছালিন মুস্তাকিন মাফি নামে ওই ভুক্তভোগী। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এ বিষয়ে তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. গোপাল দাস আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনার প্রেক্ষিতে তদন্ত কমিটি করেছি। কমিটি সময়মতো প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে বাকৃবির আবাসিক হলে মধ্যরাতে গেস্টরুমে ডেকে নিয়ে ছাত্রী নির্যাতন ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতির ওপর হামলার ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
আজ সংগঠনের সভাপতি রিফা সাজিদা ও সাধারণ সম্পাদক সঞ্জয় রায় এক বিবৃতিতে উভয় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় চার সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট হল প্রশাসন। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমানকে সভাপতি এবং কৃষি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. রিফাত আরা জান্নাত তমাকে সদস্যসচিব করা হয়েছে।
সদস্য হিসেবে আছেন, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাহমুদা নাসরিন এবং মেরিন ফিশারিজ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর গোলাম মোহাম্মদ মোস্তাকিম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ নভেম্বর (মঙ্গলবার) রাতে বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের গেস্টরুমে সংঘটিত অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন প্রদানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হলো।
এর আগে ২১ নভেম্বর (মঙ্গলবার) রাতে বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের গেস্টরুমে এক শিক্ষার্থীকে মধ্যরাতে ডেকে নিয়ে মুখ বেঁধে শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে হল ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বুধবার হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দেন মুরছালিন মুস্তাকিন মাফি নামে ওই ভুক্তভোগী। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এ বিষয়ে তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. গোপাল দাস আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনার প্রেক্ষিতে তদন্ত কমিটি করেছি। কমিটি সময়মতো প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে বাকৃবির আবাসিক হলে মধ্যরাতে গেস্টরুমে ডেকে নিয়ে ছাত্রী নির্যাতন ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতির ওপর হামলার ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
আজ সংগঠনের সভাপতি রিফা সাজিদা ও সাধারণ সম্পাদক সঞ্জয় রায় এক বিবৃতিতে উভয় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে