Ajker Patrika

নেত্রকোনায় ঝড়ে নৌকা ডুবে জেলের মৃত্যু, নিখোঁজ ২

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ০১
নেত্রকোনায় ঝড়ে নৌকা ডুবে জেলের মৃত্যু, নিখোঁজ ২

নেত্রকোনায় হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন দুই জেলে। তাঁদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। 

গতকাল রোববার রাত ৩টার দিকে জেলার কলমাকান্দা ও মোহনগঞ্জে নৌকাডুবির ঘটনা ঘটে। 

নিখোঁজ দুজন হলেন কলমাকান্দা উপজেলার অনিল দাস (৪৫) ও মোহনগঞ্জ উপজেলার দুলাল তালুকদার (৬০)। তবে কলমাকান্দা উপজেলার আব্দুল কুদ্দুস (৩৮) নামের এক জেলের লাশ সকালে উদ্ধার করেছে এলাকাবাসী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে কলমাকান্দার সোনাডুবি হাওরে নৌকা নিয়ে মাছ ধরতে যান সাত-আটজন জেলে। রাত ৩টার দিকে হঠাৎ ঝড় শুরু হলে নৌকাটি ডুবে যায়। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠলেও আব্দুল কুদ্দুস ও অনিল দাস নামে দুই জেলে নিখোঁজ হন। পরে সকালে আব্দুল কুদ্দুসের লাশ স্থানীয়রা উদ্ধার করে। তবে আজ সোমবার দুপুর দেড়টা পর্যন্ত অনিল দাসকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে ভোর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধারচেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

এদিকে মোহনগঞ্জের ডিঙাপোতা হাওরে রাতে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হন দুলাল তালুকদার নামের এক জেলে। রাত ৩টার দিকে হঠাৎ ঝড়ে নৌকা ডুবে গেলে নৌকায় থাকা দুজনের মধ্যে একজন সাঁতরে তীরে ওঠেন। আর দুলাল তালুকদার পানিতে ডুবে নিখোঁজ হন। তাঁকে উদ্ধারে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তৎপরতা চালাচ্ছেন। দুপুর দেড়টা পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি। 

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) বলেন, নৌকাডুবির ঘটনায় এক জেলের লাশ সকালে উদ্ধার করা হয়েছে। আর নিখোঁজ অনিল দাসের খোঁজে চেষ্টা চলছে। উদ্ধারের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী বলেন, দুলাল তালুকদারকে খুঁজতে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালাচ্ছেন। এদিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এখনো এসে পৌঁছায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত