Ajker Patrika

রাস্তায় পড়ে থাকা কেক খেয়ে এক শিশুর মৃত্যু 

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 
রাস্তায় পড়ে থাকা কেক খেয়ে এক শিশুর মৃত্যু 

রাস্তায় পড়ে থাকা কেক খেয়ে শুভ মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার বাড়িপাকুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আজ বৃহস্পতিবার শুভর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ পাঠিয়েছে ফুলপুর থানা-পুলিশ। একই কেক খেয়ে বুলি আক্তার (৮) নামে আরেক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

শিশু শুভ বালিয়া ইউনিয়নের বাড়িপাকুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। আর বুলি একই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুভ ও বুলি গতকাল বুধবার দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় রাস্তায় পড়ে থাকা একটি প্যাকেটে কেক পেয়ে তা খেয়ে ফেলে। এতে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে ওই দুজনকে হাসপাতালে নেওয়ার পথে শুভ মারা যায়। আর বুলিকে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

বুলির দাদা শহিদুল ইসলাম বলেন, বুলি ও শুভ রাস্তায় পড়ে থাকা একটি প্যাকেটে কেক দেখতে পেয়ে তা তারা খেয়ে অসুস্থ হয়ে পড়ে। বুলি এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। খবর পেয়ে পুলিশ আজ শুভ মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত