Ajker Patrika

নান্দাইলে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের প্রাইভেট কার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের প্রাইভেট কার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় রতন মিয়া (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন আরও একজন। শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঝালুয়া মাফরুহীন খান চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত রতন মিয়া নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ ভবের বাজার এলাকার আতাউর রহমানের ছেলে। আহত মনিরুজ্জামান একই উপজেলার বাসিন্দা। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি নৌবাহিনীতে চাকরি করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রতন মিয়া ও মনিরুজ্জামান দুজনে মিলে কিশোরগঞ্জের হাওরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিলেন। সন্ধ্যার দিকে পূর্বধলা যাওয়ার পথে নান্দাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ঝালুয়া এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রতন মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় মনিরুজ্জামানকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত