Ajker Patrika

রৌমারী বিলে নিখোঁজের ২০ ঘণ্টায়ও সন্ধান মেলেনি স্কুলছাত্রের 

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১৫: ১৫
রৌমারী বিলে নিখোঁজের ২০ ঘণ্টায়ও সন্ধান মেলেনি স্কুলছাত্রের 

জামালপুরের মেলান্দহে রৌমারী বিলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রকে ২০ ঘণ্টা পরও উদ্ধার করা যায়নি। আজ শনিবার সকাল থেকে ওই বিলে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নিখোঁজ হয় সে। 

নিখোঁজ স্কুলছাত্রের নাম সৌহার্দ্য (১৬)। সে মাদারগঞ্জ উপজেলার দীঘলকান্দি এলাকার অধ্যাপক শাজাহানের ছোট ছেলে। জামালপুর শহরের বেলটিয়া উচ্চবিদ্যালয় থেকে এ বছরে এসএসসি পরীক্ষা দিয়েছে। এ কারণে সে দীর্ঘদিন ধরে জামালপুর শহরের জিগাতলা এলাকায় থাকত। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, নিখোঁজ সৌহার্দ্য ও তার চার বন্ধু জামালপুর শহর থেকে মোটরসাইকেলে করে রৌমারী বিলে ঘুরতে যায়। ঘুরতে গিয়ে তারা গোসল করতে বিলে নামে। এ সময় পানিতে ডুবে যায় সৌহার্দ্য। সঙ্গে সঙ্গে বন্ধুরা তাকে খুঁজতে শুরু করে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয় তারা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে সন্ধ্যা ৬টা থেকে স্থানীয়রাসহ খুঁজতে শুরু করে। পরে রাতে উদ্ধারকাজ বন্ধ রাখা হয়। আজ সকাল থেকে আবারও উদ্ধারকাজ শুরু করে তারা। 

নিখোঁজ সৌহার্দ্যের বন্ধু মেঘলা আজকের পত্রিকাকে জানায়, ‘আজ সকাল থেকে বিলে এসে বসে আছি। সৌহার্দ্য আমার সবচেয়ে প্রিয় বন্ধু। এখনো ভাবতেই পারছি না সৌহার্দ্যর কিছু হয়েছে! ইচ্ছে ছিল ওর বার্থ ডেতে সারপ্রাইজ করব। কিন্তু সেই ভাগ্য আর হইল না।’ 

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছিলাম। ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা বিলে খুঁজছেন। এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত