ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকায় গুলিতে নিহত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা রিপন মিয়ার (২৮) লাশ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বাধা দিয়েছেন মামলার বাদী ও নিহতের বড় ভাই আক্তার হোসেন।
গতকাল মঙ্গলবার বিকেলে আদালতের নির্দেশে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পানাতিয়াপাড়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে রিপনের লাশ উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু আক্তার হোসেন লাশ উত্তোলনে বাধা দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বকশীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা এবং মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই খাইরুল ইসলাম লাশ উত্তোলন না করেই ফিরে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিপন মিয়া। পরদিন তার লাশ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঢাকায় সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন তিনি।
পরে ২৬ আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন রিপনের বড় ভাই আক্তার হোসেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। মামলায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাবেক মেয়র, সাবেক ভাইস চেয়ারম্যানসহ স্থানীয় ১৩ জনের নামও রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই খাইরুল ইসলাম বলেন, ‘জুলাই-আগস্টের ঘটনার সময় রিপন নিহত হলেও তাকে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। মামলার তদন্তের স্বার্থে লাশ উত্তোলনের জন্য আদালতে আবেদন করা হলে আদালত আদেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী লাশ উত্তোলনে গিয়েছিলাম।’
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, ‘মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে আমরা রিপন মিয়ার লাশ উত্তোলন করতে গিয়েছিলাম। কিন্তু রিপনের বড় ভাই ও মামলার বাদী আক্তার লাশ উত্তোলনে বাধা দেন। এ বিষয়ে আদালতের নির্দেশের পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।’
মামলার বাদী আক্তার হোসেন বলেন, ‘রিপন গুলিতে মারা গেছে, এ ব্যাপারে প্রমাণ আছে। লাশ উত্তোলনের ব্যাপারে আমাকে কিছুই জানানো হয়নি, তাই বাধা দিয়েছি।’
এদিকে আক্তার হোসেনের বিরুদ্ধে মামলা পুঁজি করে চাঁদাবাজির অভিযোগও উঠেছে। গত ১৮ জানুয়ারি বকশীগঞ্জ পৌর শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে নিহত রিপনের স্ত্রী খাদিজা বেগম অভিযোগ করেন, ‘আমার স্বামী উত্তরায় নিহত হলেও আমার ভাশুর মামলার বাদী হয়ে এলাকার নিরীহ লোকদের আসামি করেছেন। পরে তাঁদের ভয় দেখিয়ে চাঁদাবাজি করছেন।’ তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আক্তার হোসেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকায় গুলিতে নিহত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা রিপন মিয়ার (২৮) লাশ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বাধা দিয়েছেন মামলার বাদী ও নিহতের বড় ভাই আক্তার হোসেন।
গতকাল মঙ্গলবার বিকেলে আদালতের নির্দেশে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পানাতিয়াপাড়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে রিপনের লাশ উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু আক্তার হোসেন লাশ উত্তোলনে বাধা দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বকশীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা এবং মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই খাইরুল ইসলাম লাশ উত্তোলন না করেই ফিরে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিপন মিয়া। পরদিন তার লাশ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঢাকায় সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন তিনি।
পরে ২৬ আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন রিপনের বড় ভাই আক্তার হোসেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। মামলায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাবেক মেয়র, সাবেক ভাইস চেয়ারম্যানসহ স্থানীয় ১৩ জনের নামও রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই খাইরুল ইসলাম বলেন, ‘জুলাই-আগস্টের ঘটনার সময় রিপন নিহত হলেও তাকে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। মামলার তদন্তের স্বার্থে লাশ উত্তোলনের জন্য আদালতে আবেদন করা হলে আদালত আদেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী লাশ উত্তোলনে গিয়েছিলাম।’
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, ‘মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে আমরা রিপন মিয়ার লাশ উত্তোলন করতে গিয়েছিলাম। কিন্তু রিপনের বড় ভাই ও মামলার বাদী আক্তার লাশ উত্তোলনে বাধা দেন। এ বিষয়ে আদালতের নির্দেশের পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।’
মামলার বাদী আক্তার হোসেন বলেন, ‘রিপন গুলিতে মারা গেছে, এ ব্যাপারে প্রমাণ আছে। লাশ উত্তোলনের ব্যাপারে আমাকে কিছুই জানানো হয়নি, তাই বাধা দিয়েছি।’
এদিকে আক্তার হোসেনের বিরুদ্ধে মামলা পুঁজি করে চাঁদাবাজির অভিযোগও উঠেছে। গত ১৮ জানুয়ারি বকশীগঞ্জ পৌর শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে নিহত রিপনের স্ত্রী খাদিজা বেগম অভিযোগ করেন, ‘আমার স্বামী উত্তরায় নিহত হলেও আমার ভাশুর মামলার বাদী হয়ে এলাকার নিরীহ লোকদের আসামি করেছেন। পরে তাঁদের ভয় দেখিয়ে চাঁদাবাজি করছেন।’ তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আক্তার হোসেন।
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৫ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৫ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
১৮ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
১৯ মিনিট আগে