Ajker Patrika

ঈশ্বরগঞ্জের ৮ ইউপিতে জাপার প্রার্থী চূড়ান্ত

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
ঈশ্বরগঞ্জের ৮ ইউপিতে জাপার প্রার্থী চূড়ান্ত

সপ্তম ধাপে ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউপির মধ্যে ৮ টিতে জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তালিকা চূড়ান্ত করা হয় বলে নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী। 

উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার সদর ইউপিতে জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙল পেয়েছেন মো. আবুল বাশার মণ্ডল। এ ছাড়া সরিষা ইউপিতে রবিকুল ইসলাম রবি, জাটিয়া ইউপিতে আব্দুল গণি, মাইজবাগ ইউপিতে সাইদুল ইসলাম বাবুল ও মগটুলা ইউপিতে সাবেক চেয়ারম্যান আব্দুল হাদী লাঙল প্রতীক পেয়েছেন। 

রাজিবপুর ইউপিতে সাবেক চেয়ারম্যান আব্দুল আলী ফকির, উচাখিলা ইউপিতে সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম, বড়হিত ইউপিতে সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মোতালেব ভূঁইয়া জাতীয় পার্টির দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। 

এ বিষয়ে সাধারণ সম্পাদক আব্দুল হাদী বলেন, জাপার দলীয় প্রার্থী হিসেবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হলে ইনশা আল্লাহ জাপা থেকে দলীয় মনোনীত প্রার্থীদের বিজয় সুনিশ্চিত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত