প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)
জামালপুরে মেলান্দহ উপজেলার ৪০০ মিটার কাঁচা রাস্তা সংস্কার না হওয়ায় কারণে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আজ রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তাটিতে ছোট, বড়, মাঝারি গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তায় কাঁদা মাটি জমে থাকায় পথচারীরা স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতে পারছে না। ফলে তাঁদের ভোগান্তির স্বীকার হতে হচ্ছে। রাস্তার কোথাও কোথাও প্রায় হাঁটু পানি জমে রয়েছে। একটানা বৃষ্টিতে এই রাস্তাটির এমন বেহাল দশা হয়েছে।
জানা যায়, কাঁচা রাস্তাটি বৃষ্টি কারণে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে কাদা মাটিতে একাকার হয়ে গেছে। বর্ষার সময় এ রাস্তায় পানি জমে গেলে পায়ে হেঁটে চলাচল করা সম্ভব হয় না। দীর্ঘদিন ধরে এই ভাঙা রাস্তায় কোনো সংস্কারের কাজ না করায় দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
কুলিয়া এলাকার নজরুল ইসলাম বলেন, রাস্তাটি দীর্ঘদিন কোন সংস্কার কাজ না হওয়ায় বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। হালকা ও মাঝারি বৃষ্টি হলেই বিভিন্ন জায়গায় হাঁটু পানি জমে থাকায় যাতায়াতে বিঘ্ন ঘটছে। এ গ্রামের প্রায় সবাই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। এই রাস্তার বেহাল দশার কারণে কৃষকেরা তাঁদের ফসল ঠিকমতো বিক্রি করতে পারে না। রাস্তাটি প্রতিবছর বন্যায় চার থেকে পাঁচ ফুট পানির নিচে ডুবে থাকে। ফলে গ্রামটির সবাই পানিবন্দী জীবনযাপন করে।
কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাম বলেন, জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা) প্রকল্পে রাস্তাটি তালিকা করা হয়েছে। জাইকা প্রকল্পের লোক রাস্তার মাপ নিয়ে গেছে। কবে থেকে রাস্তাটি কাজ শুরু হবে সে সম্পর্কে জানি না। মনে হয় করোনা ভাইরাসের জন্য কাজ শুরু হতে সময় লাগছে।
এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, বিষয়টা খোঁজখবর নিয়ে সংস্কারের ব্যবস্থা করবো।
জামালপুরে মেলান্দহ উপজেলার ৪০০ মিটার কাঁচা রাস্তা সংস্কার না হওয়ায় কারণে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আজ রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তাটিতে ছোট, বড়, মাঝারি গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তায় কাঁদা মাটি জমে থাকায় পথচারীরা স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতে পারছে না। ফলে তাঁদের ভোগান্তির স্বীকার হতে হচ্ছে। রাস্তার কোথাও কোথাও প্রায় হাঁটু পানি জমে রয়েছে। একটানা বৃষ্টিতে এই রাস্তাটির এমন বেহাল দশা হয়েছে।
জানা যায়, কাঁচা রাস্তাটি বৃষ্টি কারণে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে কাদা মাটিতে একাকার হয়ে গেছে। বর্ষার সময় এ রাস্তায় পানি জমে গেলে পায়ে হেঁটে চলাচল করা সম্ভব হয় না। দীর্ঘদিন ধরে এই ভাঙা রাস্তায় কোনো সংস্কারের কাজ না করায় দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
কুলিয়া এলাকার নজরুল ইসলাম বলেন, রাস্তাটি দীর্ঘদিন কোন সংস্কার কাজ না হওয়ায় বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। হালকা ও মাঝারি বৃষ্টি হলেই বিভিন্ন জায়গায় হাঁটু পানি জমে থাকায় যাতায়াতে বিঘ্ন ঘটছে। এ গ্রামের প্রায় সবাই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। এই রাস্তার বেহাল দশার কারণে কৃষকেরা তাঁদের ফসল ঠিকমতো বিক্রি করতে পারে না। রাস্তাটি প্রতিবছর বন্যায় চার থেকে পাঁচ ফুট পানির নিচে ডুবে থাকে। ফলে গ্রামটির সবাই পানিবন্দী জীবনযাপন করে।
কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাম বলেন, জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা) প্রকল্পে রাস্তাটি তালিকা করা হয়েছে। জাইকা প্রকল্পের লোক রাস্তার মাপ নিয়ে গেছে। কবে থেকে রাস্তাটি কাজ শুরু হবে সে সম্পর্কে জানি না। মনে হয় করোনা ভাইরাসের জন্য কাজ শুরু হতে সময় লাগছে।
এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, বিষয়টা খোঁজখবর নিয়ে সংস্কারের ব্যবস্থা করবো।
সাতক্ষীরায় অপরিপক্ব এক ট্রাক আম বাজারজাতের চেষ্টাকালে জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কে এই অভিযান চালানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ট্রাকে অপরিপক্ব আমের বিষয়টি শনাক্ত করেন। পরে তাঁরা আমবাহী একটি ট্রাক
৩০ মিনিট আগেরাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী মো. আরিফ সিকদার হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ও শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ‘শুটার’ মাহফুজুর রহমান বিপুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার সন্ধ্যায় র্যাব-৩–এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য
৩২ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুদ পারভেজের কক্ষে ঢুকে তাঁর ল্যাপটপ ভাঙচুর করেছেন এক জুনিয়র কনসালট্যান্ট। এ সময় তিনি তত্ত্বাবধায়কে মারতেও উদ্যত হন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে হাসপাতালের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কক্ষে এই ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীর হামলায় সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বাংলা ২০১৮ ব্যাচের ছাত্র নোমানের ছাত্রত্ব সাময়িক স্থগিত ও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তা ছাড়া স্নাতক পর্যায়ের সনদ স্থগিত ও তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত
৩৫ মিনিট আগে