Ajker Patrika

ময়মনসিংহ শহরসহ কয়েক উপজেলায় স্বস্তির বৃষ্টি

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ২৩: ০৪
ময়মনসিংহ শহরসহ কয়েক উপজেলায় স্বস্তির বৃষ্টি

তীব্র দাবদাহের পর ময়মনসিংহ বিভাগীয় শহরসহ কয়েক উপজেলায় বৃষ্টি হয়েছে। সঙ্গে ঝোড়ো বাতাসও বয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮টায় ময়মনসিংহ নগরী ও জেলার তারাকান্দা, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ উপজেলায় বৃষ্টি শুরু হয়ে ৯টার দিকে শেষ হয়। 

এদিকে জেলার নান্দাইল, ত্রিশাল, ভালুকা, ফুলবাড়িয়া, মুক্তাগাছা, ধোবাউড়া, হালুয়াঘাট, ফুলপুরে বৃষ্টি হয়নি। তবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। 

জেলার গৌরীপুর ও তারাকান্দা উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে বলে জানা গেছে। 

ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকার শাহ কামাল আকন্দ বলেন, গত কয়েক দিনের গরমে রোজাদারদের খুব কষ্ট হয়েছে। অল্প সময় বৃষ্টি হওয়ায় মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে। তবে আরও বৃষ্টি হওয়ার প্রয়োজন ছিল। এখন তাপমাত্রা সহনীয়। 

 গৌরীপুর উপজেলার আব্দুল কাদির বলেন, সামান্য বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে শিলা পড়েছে। শিলাবৃষ্টি না হয়ে বৃষ্টি হলে কোনো সমস্যা নাই। কারণ, এখন শিলাবৃষ্টি ধানের ব্যাপক ক্ষতি হবে। 

তারাকান্দা উপজেলার সোহেল মিয়া বলেন, তারাকান্দা বাজারে ৫ মিনিটের মতো বৃষ্টি হয়েছে। তবে, গ্রামে কিছু শিলাবৃষ্টি হয়েছে বলে খবর পেয়েছি। 

ঈশ্বরগঞ্জ উপজেলার হাসান আলী বলেন, আমাদের এখানেও বৃষ্টি হয়েছে। তবে, অনেক কম। ভালো করে বৃষ্টি হলে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে। এখন যেহেতু বৃষ্টি শুরু হয়েছে আশা রাখছি নিয়মিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত