নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় বিএনপির চার শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে নাশকতা, পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ আনা হয়েছে। আজ সোমবার কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) তানভীর মেহেদী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালীসহ ১০১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অঙ্গসংগঠনের আরও ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ ও পুলিশ জানায়, গতকাল রোববার উপজেলার সান্দিকোনা বাজার হয়ে বিএনপির নেতা-কর্মীরা দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন। বাজারে পুলিশের একটি দল দায়িত্ব পালন করে। এ সময় বিএনপির ৬০০ থেকে ৭০০ লোক একত্র হয়ে সরকারি সম্পদ বিনষ্টের চেষ্টা চালান। বাধা দিলে তাঁরা পুলিশ সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করের।
একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটান। এতে তাপস ও তানভীর নামে দুই পুলিশ কর্মকর্তা (এসআই) আহত হন। তাঁদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ, ভাঙা কাচ, জর্দার কৌটাসহ নাশকতার বিভিন্ন আলামত জব্দ করেছে পুলিশ।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি নেতা-কর্মীরা ওই দিন পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়। নাশকতার চেষ্টা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ তা প্রতিহত করেছে। ঘটনাস্থল থেকে ককটেলের বিস্ফোরিত অংশসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।’ তবে মামলায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলেও জানান তিনি।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার রোডমার্চ কর্মসূচিতে আমাদের নেতা-কর্মীরা সান্দিকোনা দিয়ে রোডমার্চে যোগ দিতে যায়। পুলিশ নেতা-কর্মীদের বাধা দিয়েছে।’
তিনি বলেন, ‘পুলিশ যে অভিযোগে মামলা দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। মূলত এ রকম কোনো ঘটনাই ঘটেনি। আমরা এ মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাই। একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে চলমান আন্দোলন থেকে আর সরানো যাবে না।’
জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী আজকের পত্রিকাকে বলেন, ‘কর্মসূচিতে যাওয়া ঠেকাতে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাধা দেয়। পুলিশ আহত হওয়ার ঘটনাও মিথ্যা। হয়রানির উদ্দেশ্যে পুলিশ আমিসহ চার শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।’ এসব মামলাকে ভিত্তিহীন ও গায়েবি উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নেত্রকোনায় বিএনপির চার শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে নাশকতা, পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ আনা হয়েছে। আজ সোমবার কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) তানভীর মেহেদী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালীসহ ১০১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অঙ্গসংগঠনের আরও ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ ও পুলিশ জানায়, গতকাল রোববার উপজেলার সান্দিকোনা বাজার হয়ে বিএনপির নেতা-কর্মীরা দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন। বাজারে পুলিশের একটি দল দায়িত্ব পালন করে। এ সময় বিএনপির ৬০০ থেকে ৭০০ লোক একত্র হয়ে সরকারি সম্পদ বিনষ্টের চেষ্টা চালান। বাধা দিলে তাঁরা পুলিশ সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করের।
একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটান। এতে তাপস ও তানভীর নামে দুই পুলিশ কর্মকর্তা (এসআই) আহত হন। তাঁদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ, ভাঙা কাচ, জর্দার কৌটাসহ নাশকতার বিভিন্ন আলামত জব্দ করেছে পুলিশ।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি নেতা-কর্মীরা ওই দিন পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়। নাশকতার চেষ্টা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ তা প্রতিহত করেছে। ঘটনাস্থল থেকে ককটেলের বিস্ফোরিত অংশসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।’ তবে মামলায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলেও জানান তিনি।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার রোডমার্চ কর্মসূচিতে আমাদের নেতা-কর্মীরা সান্দিকোনা দিয়ে রোডমার্চে যোগ দিতে যায়। পুলিশ নেতা-কর্মীদের বাধা দিয়েছে।’
তিনি বলেন, ‘পুলিশ যে অভিযোগে মামলা দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। মূলত এ রকম কোনো ঘটনাই ঘটেনি। আমরা এ মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাই। একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে চলমান আন্দোলন থেকে আর সরানো যাবে না।’
জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী আজকের পত্রিকাকে বলেন, ‘কর্মসূচিতে যাওয়া ঠেকাতে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাধা দেয়। পুলিশ আহত হওয়ার ঘটনাও মিথ্যা। হয়রানির উদ্দেশ্যে পুলিশ আমিসহ চার শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।’ এসব মামলাকে ভিত্তিহীন ও গায়েবি উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু থেকে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ রয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিখোঁজ ওই যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
২৫ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানজট ও শব্দদূষণ কমানো এবং টেকসই পরিবেশবান্ধব শাটল সার্ভিস চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীদের একটি দল। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
৩৭ মিনিট আগেবিয়ের দাবিতে বরগুনার আমতলীতে প্রবাসীর বাড়িতে (প্রেমিক) অনশনে বসা তরুণীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান হাসান ইপ্তির আদালতে মামলাটি করা হয়।
৩৯ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মো. ফরহাদ হোসেন হলে বৈধভাবে আসন পেয়েও প্রশাসন তা বাতিল করায় কাঁথা-বালিশ নিয়ে হলগেটে অবস্থান করছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যা ৬টা থেকে হলটির প্রধান গেটের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ভুক্তভোগীরা। হলে না ওঠানো পর্যন্ত তাঁদের এ কর্মসূচি চলবে বলে জানি
১ ঘণ্টা আগে